নিজের পছন্দে বিয়ে করে সুখে আছেন শাহিদ কাপুর | Latest News

নিজের পছন্দে বিয়ে করে সুখে আছেন শাহিদ কাপুর | Latest News


২০০৬ সালে মুক্তি পেয়েছিল শাহিদ কাপুর এবং অমৃতা রাও অভিনীত ‘বিবাহ’ সিনেমা। পর্দায় শাহিদ এবং অমৃতার সম্পর্কের রসায়ন নজর কেড়েছে বিভিন্ন প্রজন্মের দর্শকের। জীবনের সঙ্কটের সময়ে সঙ্গী যদি পাশে থাকে, তাহলে বোধহয় মৃত্যুকেও আলিঙ্গন করে নেওয়া যায়। তেমনই বার্তা দিয়েছিল এই ছবিটি।

তবে শুধু দর্শক নয়, ছবির নায়ক শাহিদও নাকি জীবনে এমনই একজন ভরসাযোগ্য, বিশ্বাসযোগ্য সঙ্গী খুঁজছিলেন। সম্প্রতি শাহিদ জানিয়েছেন, ঈশ্বর তার মনোবাসনা পূরণ করেছেন। তাই মীরাকে তার জীবনে পাঠিয়েছেন।

তিনি বলেন, ‘সিনেমার গল্প যেমনই হোক, বাস্তবে কয়েক দিনের দেখাশোনায় কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার কথা ভাবতে পারতাম না। কিন্তু মীরা আমার সমস্ত ধারণা বদলে দিয়েছে। এখন আমার মনে হয়, পছন্দ করে বিয়ে করেছিলাম বলেই বোধহয় আমরা দাম্পত্য জীবনে এতটা সুখে আছি।’


শাহিদের প্রেম জীবন নিয়েও নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। কারিনা কাপুর থেকে প্রিয়াঙ্কা চোপড়া থেকে অনেকের সঙ্গে শাহিদের নাম জড়িয়েছে তবে পূর্ণতা পায়নি কোনও সম্পর্কই। 

এদিকে ২০১৫ সালে শাহিদ ঘর বাঁধেন মীরা রাজপুতের সঙ্গে। শাহিদ পারিবারিক ভাবে করে বিয়ে করছেন, এটা অনেকেই মেনে নিতে পারেননি। এমনকী শাহিদও নাকি জীবনে ভাবেননি যে তিনি সম্বন্ধ দেখে বিয়ে করবেন। 

Post a Comment

أحدث أقدم