জায়েদ খান বিয়ে করবেন কবে? Latest News

জায়েদ খান বিয়ে করবেন কবে? Latest News


ঢালিউডের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। প্রায় আটমাস ধরে দেশের বাইরে অবস্থান করছেন তিনি। অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও নানা স্টেজ পারফর্মেন্স এর কাজে গত বছরের জুন মাসে মার্কিন মুলুকে উড়াল দেন। এরপর জুলাই আন্দোলন ও হাসিনা সরকারের পতনের পর আর দেশের ফেরেননি নায়ক।

দীর্ঘদিন আমেরিকায় থাকায় এই নায়ককে নিয়ে সৃষ্টি হয়েছে নানান গুঞ্জন। কেউ কেউ মনে করছেন, বিগত সরকারের সঙ্গে যোগ থাকায় আটকের ভয়ে দেশে ফিরছেন না জায়েদ খান। আবার কেউ মনে করছেন, হয়ত বিয়ে করে সংসার পেতে যুক্তরাষ্ট্রেই থিতু হয়েছেন নায়ক- তাই দেশে ফিরছেন না! 

তবে জায়েদ জানালেন, বিয়ে সংসার না করলেও সেখানে ব্যস্ত তিনি। বর্তমানে আমেরিকার একটি টেলিকম কোম্পানিতে কাজ শুরু করতে চলেছেন এই ঢাকাই নায়ক। তবে বাংলাদেশ থেকে কোনো সহশিল্পী বেড়াতে গেলে তাদের নিয়ে নাকি ঘুরতেও বের হন জায়েদ।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জায়েদ খান। সেখানেই জানান এসব কথা। জায়েদ বলেন,‘বাংলাদেশ থেকে শিল্পীরা এলে নিজে গিয়ে ওদের সঙ্গে দেখা করি। এখানে সেখানে ঘুরিয়ে দেখাই। শিল্পী হিসেবে ভালোবেসে করি।’

পরিবার ছেড়ে নাকি এত লম্বা সময় দেশের বাইরে থাকেননি জায়েদ খান; যার কারণে এখনও দেশের জন্য মন কাঁদে নায়কের। জায়েদ বলেন, ‘আসলে দেশের পরিস্থিতি কেমন সবাই জানে। সিনেমাও কমে গেছে।’

তবে দেশে ফিরতে না পারার আক্ষেপ জানিয়ে জায়েদ বলেন, ‘দেশে আসলে বাবা-মায়ের কবর জিয়ারত করতে না পারায় কষ্ট সবচেয়ে বেশি পীড়া দেয়। এছাড়া আর কোনো পিছুটান কাজ করে না।’

বিয়ে-সংসার কবে বাঁধবেন- এমন প্রসঙ্গে জায়েদ বলেন, ‘এখানে (যুক্তরাষ্ট্রে) বিয়ে করে সংসার করব, এমন চিন্তাভাবনা মাথায় আসেনি। আল্লাহ যেদিন হুকুম করবেন সেদিন হবে বলে বিশ্বাস করি।’


Post a Comment

Previous Post Next Post