‘সিঙ্গেল মাদার’ অভিনেত্রীকে বিয়ে দিলেন মেয়ে | Latest News

‘সিঙ্গেল মাদার’ অভিনেত্রীকে বিয়ে দিলেন মেয়ে | Latest News


একটা সময় নাকি মেয়েরা হয় মায়েদের সবচেয়ে বড় বন্ধু। তারই নজির দেখা গেল ওপার বাংলার শোবিজ অঙ্গনে! নতুন জীবন বাঁধতে চলেছেন টেলি অভিনেত্রী মল্লিকা ব্যানার্জি। গত শুক্রবার সম্পন্ন হয় অভিনেত্রীর বিয়ে। 


সেই বিয়ের অনুষ্ঠানে মেতে উঠতে দেখা যায় অভিনেত্রীর ১৭ বছরের মেয়েকেও। মা কে বিয়ের পিঁড়িতে বসিয়ে এক মুহূর্তের জন্যেও যেন সঙ্গ ছাড়েননি, যেন হাতে ধরেই বিয়ে সেরে দিয়েছেন অভিনেত্রীর।


মল্লিকা ব্যানার্জির বিয়েতে তার মেয়ের অংশগ্রহণ ও অভিনেত্রী কন্যার হবু বাবার সঙ্গে খুনসুটিতে মেতে ওঠার মুহূর্ত মন কাড়ে সবার। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লাল শাড়িতে বিয়ের সাজে সেজে উঠেছেন মল্লিকা। চারপাশে পরিবারের সদস্য এবং বন্ধুরা তার সঙ্গে।

এ সময় মল্লিকার সঙ্গে তার মেয়ের সাবলীল উপস্থিতি মন কাড়ে দর্শকদের। মায়ের সঙ্গে ম্যাচিং করে ড্রেস, কোলে তুলে শুভদৃষ্টি পর্ব, হবু বাবা ও মা কে নিয়ে ফটোসেশন- সবকিছুতেই মেয়ে ছিলেন অভিনেত্রীর সঙ্গে সঙ্গে।

সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নেন মল্লিকা। সেখানে ভিডিওর ওপরে ক্যাপশনে লেখেন, 'মা বাবা ও মেয়ে, আদুরে ফ্রেম।'

বর্তমানে তিনি গীতা এলএলবি ধারাবাহিকে অভিনয় করছেন মল্লিক্কা। এর আগে, ডিসেম্বর পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁয় বাগদান সারেন অভিনেত্রী। মল্লিকার জীবনে একসময় ভালোবাসা এসেছিল, এবং সে সম্পর্ক থেকে একটি ফুটফুটে কন্যা সন্তানও ছিল, যার নাম গরিমা। তবে সেই বিয়ে ভেঙে যায়। এরপর দীর্ঘ সময় ‘সিঙ্গেল মাদার’ হিসেবে জীবন কাটান মল্লিকা। এবার মা কে নিজ হাতে বিয়ে দিয়ে ‘সিঙ্গেল মাদার’ এর অবসান ঘটালেন এই তারকা কন্যা। 

Post a Comment

Previous Post Next Post