বিয়ের পর তিন সন্তান নেওয়ার পরিকল্পনা জাহ্নবীর | Latest News

বিয়ের পর তিন সন্তান নেওয়ার পরিকল্পনা জাহ্নবীর | Latest News


বিয়ে ও সংসার জীবনের পরিকল্পনা তো প্রায় সবারই থাকে। সেটা সাধারণ মানুষই হোক কিংবা তারকা। কথা হচ্ছে বলি-অভিনেত্রী জাহ্নবী কাপুরকে নিয়ে।

মা শ্রীদেবী ছিলেন দক্ষিণ ভারতীয়। তাই মেয়ে জাহ্নবী কাপুরের মনে দক্ষিণ ভারতের সংস্কৃতির ছোঁয়া থাকবে, তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। যে কারণে নিজের বিয়ে নিয়েও রয়েছে শ্রীদেবীকন্যার বিশেষ পরিকল্পনা। 


না, সেসবের মধ্যে কিন্তু কোনও ডেস্টিনেশন ওয়েডিং অথবা হলিউডি ট্ৰাকদের নিয়ে এসে পারফর্ম করানোর মতো কোনও পরিকল্পনা নেই। তবে যা আছে, তা শুনে চমকে যেতে পারেন ভক্তরাও।

বলিউড ট্রেড অ্যানলিস্ট তথা ছবি সমালোচক কোমল নাহতার চ্যাট শো-তে করণ জোহরের সঙ্গে উপস্থিত হয়েছিলেন জাহ্নবী। সেখানেই তিনি নিজের বিয়ে এবং তার পরবর্তী জীবনের পরিকল্পনা ভাগ করে নিয়েছেন।

‘ধড়ক’-এর নায়িকা জানিয়েছেন, তিরুপতির মন্দিরে গিয়েই তিনি বিয়ে করবেন বলে ঠিক করেছেন। জাঁকজমকে ভরা বিয়ের দরকার নেই। বিয়ের পর তিনি তিরুপতি অঞ্চলেই থাকবেন নিজের পরিবারের সঙ্গে। 


এখানেই থামেননি জাহ্নবী। আরও বলেন, তিন সন্তান হবে আমাদের। প্রতিদিন কলাপাতায় একসঙ্গে আমরা একসঙ্গে খাব। গোবিন্দা গোবিন্দা নাম জপ করব আবার কখনও বা মণিরত্নমের ছবির গান চালিয়ে একমনে শুনব। যখন সময় পাব, স্বামী লুঙ্গি পরে বিশ্রাম করবে, তখন তার মাথায় যত্ন করে তেল মালিশ করে দেব। 


নিজের বিয়েতে কাঞ্জিভরম শাড়িতে সেজে ওঠার ইচ্ছে জাহ্নবীর, এমন কথাও অন্য এক সাক্ষাৎকারে জানিয়েছেন শ্রীদেবী-কন্যা। 


তাহলে কি খুব শিগগিরেই বিয়ের সানাই বাজতে চলেছে বনি কাপূরের বাড়ির অন্দরে? সে বিষয়ে অবশ্য এখনও কিছুই জানাননি জাহ্নবী।

Post a Comment

Previous Post Next Post