তাদের কুপ্রস্তাবের ইঙ্গিত সহজেই বোঝা যেতো: ফাতিমা | Latest News

তাদের কুপ্রস্তাবের ইঙ্গিত সহজেই বোঝা যেতো: ফাতিমা | Latest News


ভারতের বিনোদন ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ নিয়ে অভিযোগের শেষ নেই। গত বছর প্রকাশিত হেমা কমিটির রিপোর্টে নারীশিল্পীদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্তার বিবরণ সবাইকে অবাক করেছে। ওই রিপোর্ট প্রকাশের পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের শিকার প্রথম সারির অনেক অভিনেত্রী এ বিষয়ে কথা বলেছেন। এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা সানা শেখ।


দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে কীভাবে তাকে ফাঁদে ফেলার চেষ্টা হয়েছে তা নিয়েই বিস্ফোরক মন্তব্য করে বসলেন এই অভিনেত্রী।

ভারতের বিনোদনভিত্তক একটি ওয়েবসাইটের সঙ্গে কথা বলার সময় ফাতিমা দাবি করেছেন, একজন এজেন্টের সঙ্গে ফোনে কথা হওয়ার সময় তাকে এমন সব কথা শুনতে হয়েছিল যা ছিল রীতিমতো অস্বস্তিদায়ক।

ফাতিমা বলেন, ‘ওই ব্যক্তি আমাকে বলেছিলেন, আপনি সবকিছু করতে রাজি তো? শুনে আমি বলেছিলাম, অবশ্যই। চরিত্র ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করব। কিন্তু উনি সেদিকে না গিয়ে কেবল ইঙ্গিতপূর্ণ কথাই বলে চললেন। একটা সময় পর আমি নির্বাক হয়ে কেবল লক্ষ করছিলাম মানুষ কতটা নিচে নামতে পারে!’


একইসঙ্গে হায়দরাবাদে এক প্রযোজকের সঙ্গে তিক্ত অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন ফাতিমা। তার কথায়, ‘ওই প্রযোজক আমাকে বলছিলেন, তুমি তো জানোই তোমাকে লোকের সঙ্গে মেলামেশা করতে হবে।’

ফাতিমার কথায়, ‘যারা কু-প্রস্তাব দেন, তারা সরাসরি বলতেন না। ঘুরিয়ে-ফিরিয়ে নানা প্রস্তাব দেওয়া হত। কিন্তু কথা শুনেই যে কেউ বুঝবে তারা শারীরিক সম্পর্কে কথা বোঝাতে চাচ্ছে।’


Post a Comment

নবীনতর পূর্বতন