‘কাস্টিং কাউচ’ নিয়ে মুখ খুললেন ফাতিমা শেখ | Latest News

‘কাস্টিং কাউচ’ নিয়ে মুখ খুললেন ফাতিমা শেখ | Latest News


‘কাস্টিং কাউচ’ নিয়ে এবার মুখ খুললেন ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা সানা শেখ। অভিনয়ের জন্য প্রায়ই প্রশংসা পান তিনি। কিন্তু বলিউড সফরের প্রথম দিকে তাকেও কুপ্রস্তাবের মুখোমুখি হতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেছেন তিনি।

দক্ষিণ ভারতীয় ছবির জগতে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ফাতিমা। ‘কাজের জন্য সব কিছু করতে রাজি?’ এমন প্রশ্নও করা হয়েছিল তাকে। 

অভিনেত্রী বলেছেন, তিনি (কাস্টিং এজেন্ট) আমাকে প্রশ্ন করেছিলেন, ‘তুমি সব কিছু করতে রাজি তো?’ আমি বলেছিলাম, আমি পরিশ্রম করব এবং চরিত্রের জন্য যা প্রয়োজন, সেটা করব। কিন্তু তিনি সেই ইঙ্গিতপূর্ণ কথাটা বলতেই থাকেন। আর আমি না বোঝার ভান করে উত্তর দিতে থাকি। দেখতে চাইছিলাম, কত নীচে নামতে পারেন তিনি।

এমনই আরও এক অভিজ্ঞতা হয়েছিল হায়দরাবাদে। সেখানে এক প্রযোজক নাকি ‘কাস্টিং কাউচ’ নিয়ে খোলামেলা কথা বলেন ফাতিমাকে। 

অভিনেত্রী বলেন, “আমরা একটা ঘরের মধ্যে ছিলাম। প্রযোজকেরা জানিয়েছিলেন, লোকজনের সঙ্গে দেখা করতে হবে ইত্যাদি। বুঝতেই পারছিলাম, কী বলতে চাইছেন তারা। তবে সরাসরি কিছু বলছিলেন না।”


২০১৫ সালে ফাতিমা একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু তারপর থেকে আর কোনও দক্ষিণী ছবিতে দেখা যায়নি। শিশুশিল্পী হিসেবেও কাজ করেছিলেন ফাতিমা। 


বলিউডে তার প্রথম ছবি ‘দঙ্গল’। সেই ছবিতে প্রশংসা পান অভিনেত্রী। এরপরে ‘লুডো’, ‘অজীব দাস্তাঁ’, ‘ধক ধক’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। 


আগামীতে তাকে দেখা যাবে ‘মেট্রো ইন দিনো’, ‘আপ জয়সা কোই’-এর মতো সিনেমায়। 

Post a Comment

Previous Post Next Post