প্রেক্ষাগৃহে মেজাজ হারালেন অর্জুন কাপুর | Latest News

প্রেক্ষাগৃহে মেজাজ হারালেন অর্জুন কাপুর | Latest News


বলিউড অভিনেতা অর্জুন কাপুর। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। নামের আগে সফল অভিনেতা তকমা না থাকলেও দর্শকসহ নেটিজেনদের মাঝে চর্চায় থাকেন তিনি। 

সব মিলিয়ে খোশমেজাজেই থাকতে দেখা যায় তাকে। তবে এবার এক অনুষ্ঠানে মেজাজ হারালেন তিনি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অক্ষয় কুমার বীর পাহারিয়া ও সারা আলী খানের ছবি ‘স্কাইফোর্স’-এর বিশেষ প্রদর্শন দেখতে গিয়েছিলেন অর্জুন।

প্রেক্ষাগৃহে ছবি দেখতে গিয়ে হিমশিম খেয়েছেন অভিনেতা। অর্জুনকে দেখেই পাপারাজ্জিরা ঘীরে ফেলে। অভিনেতাকে দেখে অন্য দর্শকদের নাকি ধাক্কা দিয়ে এগিয়ে আসতে থাকেন তারা। এই দৃশ্য দেখে শান্ত থাকতে পারেননি অর্জুন। মেজাজ হারিয়েছেন।

মেজাজ হারিয়ে তিনি বলেন, ‘আমি বলছি, আমার দেরি হয়ে যাচ্ছে। আর তোমরা লোকজনকে মারতে মারতে এগিয়ে আসছো, এটা তো ঠিক না। একটু ধীরেসুস্থে চলাফেরা করো।’


অর্জুনের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিনেতাকে এমন রেগে যেতে দেখে অবাক হন অনুরাগীরা। তবে নিন্দকেরও অভাব নেই। তাদের মতে, ‘অর্জুন কী এমন করেছেন যে, তাঁকে নিয়ে এত উত্তেজনা। তাকে মানুষ চিনতে পারছে, ওর ধন্য হয়ে যাওয়া উচিত।’

Post a Comment

Previous Post Next Post