ট্রেনে হার্ট অ্যাটাকে পরিচালকের মৃত্যু | Latest News

ট্রেনে হার্ট অ্যাটাকে পরিচালকের মৃত্যু | Latest News


যাত্রা পথে ট্রেনে হার্ট অ্যাটাকে মারা গেছেন দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ নির্মাতা ইফতেখারুল আরেফিন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে চলন্ত ট্রেনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। 
জানা গেছে, মঙ্গলবার ভোরে শ্বশুরবাড়ি ঠাকুরগাঁওয়ে যাওয়ার পথে ট্রেনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ট্রেনে দায়িত্বরত এক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এই নির্মাতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট পর্দার পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফিরোজ খান ও এই প্রয়াত পরিচালকের সহকারী ইমরান হাওলাদার।
ফিরোজ খান বলেন, গতকাল আমাদের ইফতেখারুল ভাই মারা গেছেন। তিনি ট্রেনে পরিবার নিয়ে জরুরি কাজে ঠাকুরগাঁও যাচ্ছিলেন। পরিবারের সঙ্গে আমাদের সঙ্গে কথা হয়েছে। তাৎক্ষণিক জানতে পেরেছি তার হার্ট অ্যাটাক হয়েছিল।
দীর্ঘদিন ধরে ইফতেখারুল আরেফিনের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন ইমরান। তিনি বলেন, ইফতেখারুল ভাই বেশ কিছুদিন ধরেই হার্ট ও উচ্চ রক্ত চাপের সমস্যায় ভুগছিলেন। প্রেশার প্রায়ই হাই হয়ে যেত। যে কারণে চিকিৎসাও নিচ্ছিলেন। এর মধ্যে গতকাল ভাইয়ের মৃত্যুর খবর পেলাম। ভাই অনেক ভালো মানুষ ছিলেন। তিনি সব সময় আমাদের সহযোগিতা করতেন। 

মঙ্গলবারই এই নির্মাতাকে নিজ গ্রামের বাড়ি জয়পুরহাটে দাফন করা হয়েছে বলে জানান ইমরান।

ইফতেখারুল ২০০০ সাল থেকে নিয়মিত নাটক ও বিজ্ঞাপন নির্মাতা হিসেবে কাজ শুরু করেন। ইমরান জানান, পরিচালক হিসেবে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীসহ বহু অভিনয়শিল্পী তার নাটকে অভিনয় করেছেন। ‘আজকের দেবদাস’, ‘রঙ্গিলা বাও’সহ একাধিক নাটক নির্মাণ করেছেন। 


Post a Comment

أحدث أقدم