সদ্য মুম্বাইতে শ্বশুরবাড়ির এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। মা হওয়ার পর মাসখানেকের মধ্যে এই প্রথমবার সেজেগুজে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে কোনও অনুষ্ঠানে ধরা দিলেন অভিনেত্রী। আর সেই বিয়েরবাড়িতেই নজর কাড়ল দুয়ার মা-বাবার মধুর রসায়ন।
রণবীরের এক চাচাতো ভাইয়ের বিয়ে ছিল। পারিবারিক সেই অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন দম্পতি। সেখান থেকেই রণবীর-দীপিকার বেশ কিছু ছবি-ভিডিও ভাইরাল হয়েছে।
সেসব ক্যামেরাবন্দী মুহূর্তেই ধরা পড়ল রণবীর-দীপিকার রসায়ন। কখনও যত্নশীল স্বামীর মতো স্ত্রী দীপিকা গাড়িতে ওঠার সময়ে তার পোশাক ঠিক করে দিলেন রণবীর।
আবার কখনও বিয়েবাড়ি থেকে একা বেরনোর সময়ে স্বামীর গালে আদুরে চুম্বন এঁকে দিতে দেখা গেল বলিউডের ‘পদ্মবতী’কে। অনুষ্ঠানে প্রবেশ করলেন একে-অপরের হাত ধরে। আর সেসব ছবি-ভিডিও দেখেই অনুরাগীদের উল্লাস।
তাদের মন্তব্য, ‘বাবা হওয়ার পর রণবীর যেন স্ত্রীয়ের প্রতি আরও বেশি করে যত্নশীল হয়ে উঠেছেন।’ কেউবা আবার প্রশংসা করলেন মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ দীপিকাকে। অনেকেই আবার তাদের মেয়ে দুয়ার খোঁজ করলেন।
এদিন বিয়ের অনুষ্ঠানের জন্য দীপিকা বেছে নিয়েছিলেন গোলাপি রঙের সালোয়ার স্যুট। ভারী কাজ করা দুপাট্টা চোখ টানল আলাদা করে। অন্যদিকে রণবীরের পরনে সাদা শেরওয়ানি স্যুট। চোখে সানগ্লাস।
রসিকতাতেও তার জুড়ি মেলা ভার! ভাইয়ের বিয়েতেও তার অন্যথা হল না। বাড়ির বিয়ের অনুষ্ঠান মাতিয়ে রাখলেন। অন্যদিকে স্বামীকে আগলে রাখতে দেখা গেল দীপিকাকে। বলাই বাহুল্য, বর-কনের থেকে এদিনের সমস্ত লাইমলাইট কেড়ে নিলেন রণবীর-দীপিকা।
গতবছর গণপতি উৎসবের আবহে ৮ সেপ্টেম্বর দীপিকার কোল জুড়ে এসেছে কন্যা সন্তান। মেয়ে হওয়ার পর ক্যামেরার থেকে দূরেই ছিলেন দীপিকা। চলে গিয়েছিলেন বেঙ্গালুরু। এখনও মাতৃত্বকালীন বিরতিতেই রয়েছেন অভিনেত্রী।
আসলে নিজের মেয়ের দায়িত্ব এখনই কোনও ন্যানির হাতে দিতে নারাজ দীপিকা। তাই কাজে যোগ দেননি। অন্যদিকে রণবীর সিং চুটিয়ে কাজ করছেন।
إرسال تعليق