সোমবার বেলা ১১টায় মা হয়েছেন অভিনেত্রী প্রসূন আজাদ। বর্তমানে মা ও ছেলে সুস্থ রয়েছে। প্রসূন জানান, সন্তান জন্মের পর তিনি চিকিৎসক ও নার্সদের কাছে বারবার জানতে চাইছিলেন, ছেলে নাকি কন্যাসন্তান হয়েছে। পরে তাঁরা সন্তান সামনে এনে দেখান। এভাবেই প্রথমবার দ্বিতীয় সন্তানের মুখ দেখেন এই অভিনেত্রী।
কেন বারবার জানতে চাইছিলেন কী সন্তান হয়েছে, এ প্রশ্নে প্রসূন বলেন, ‘আমার দুই বছরের একটা ছেলেসন্তান রয়েছে। আগেরবার মা হওয়ার আগেই আমি জানতে পেরেছিলাম, ছেলেসন্তানের মা হচ্ছি। আগেই তার জন্য কেনাকাটা করেছি, সব বন্দোবস্ত ছিল। অন্য সব এক্সসাইটমেন্ট কমে গিয়েছিল। কিন্তু এবার আগে থেকে জানারই চেষ্টা করেনি আমার কী বাবু হবে।’
প্রসূন চেয়েছিলেন, এবার কন্যাসন্তান হোক। তাঁরা শেষ মুহূর্ত পর্যন্ত কোনো কেনাকাটাও তেমন করতে পারেননি। এই অভিনেত্রী বলেন, ‘আমি এবার মন থেকে চেয়েছিলাম কন্যাসন্তান হবে। এক ছেলে, এক মেয়ের মা হব। যে কারণে বারবার শুধু জানতে চাইছিলাম কী সন্তান হয়েছে। তবে অবশ্যই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। ছেলে বা মেয়ে হোক, সন্তান তো সন্তানই। সবাই সুস্থ রয়েছি, এটাই বড় কথা।’
ছেলে নাকি মেয়ে হবে, আগে থেকে না জানা থাকায় কোনো নামই চূড়ান্ত করতে পারেননি। জানালেন, বাসায় ফিরে আকিকা দিয়েই সন্তানের নাম রাখবেন। দ্বিতীয়বার মা হওয়ার অনুভূতি প্রসঙ্গে প্রসূন বলেন, ‘প্রথমবার তো অনেক এক্সসাইটমেন্ট ছিল। নতুন মা হয়েছি, অনেক কিছুই বুঝতে পারিনি। সন্তানের মুখ দেখে কেঁদেছিলাম। এবার সেলফ রেসপেক্টটা বেড়েছে। সন্তানের পাশাপাশি নিজের সুস্থতার জন্য যত্ন নিচ্ছি।’
প্রসূন ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর একাধিক নাটকে ও কিছু সিনেমায় নিয়মিত অভিনয় করেন। পরে হঠাৎ অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন। সর্বশেষ তাঁকে ‘পদ্মাপুরাণ’ সিনেমায় দেখা গেছে। এই অভিনেত্রী ২০২১ সালের ৩০ জুলাই দীর্ঘদিনের বন্ধু ফারহান মালেককে বিয়ে করেন। প্রসূন জানান, আগামীকাল বুধবার হাসপাতাল থেকে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেবেন।
Post a Comment