অমিতাভের কাছে সম্পত্তির ভাগ চাইলেন জনপ্রিয় ইউটিউবার! | Latest News

অমিতাভের কাছে সম্পত্তির ভাগ চাইলেন জনপ্রিয় ইউটিউবার! | Latest News


সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র এক বিশেষ পর্বে তন্ময় ভাট এবং ভুবন বামের সঙ্গে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার ও স্ট্যান্ড-আপ কমেডিয়ান সময় রায়না। আর এই এপিসোডটি সঞ্চালনা করেছেন কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। 

সেই এপিসোডের একটি ফানি মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হট সিটে তন্ময়ের সঙ্গে বসেছিলেন সময়। অন্য দিকে দর্শকাসনে ছিলেন ভুবন। অমিতাভের কাছে ‘শাহেনশাহ’ ছবির একটি দৃশ্যের কথা জিজ্ঞাসা করেন সময়। 

জবাবে অমিতাভ বলেন, ‘সম্পর্কে আমি তোমার বাবা হয়, আমার নাম শাহেনশাহ।’  এদিকে ছাড়ার পাত্র নন সময়ও। সঙ্গে সঙ্গে মজা করে বলে ওঠেন, ‘আপনি যখন আমায় ছেলে বানিয়েই ফেলেছেন, তখন সম্পত্তির অল্প ভাগ দিতে পারেন?’ আর এই কথা শুনে হাসতে থাকেন অমিতাভ। 

এখানেই শেষ নয়। সময় আরও জানান যে, অমিতাভের জুহুর বিলাসবহুল বাংলো জলসায় প্রবেশ করার চেষ্টা করেছিলেন তিনি। তবে সেখানে গিয়ে নিরাপত্তা রক্ষীদের তাড়া খেয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, ‘কমিকস্তান সিজন ২’-এ আকাশ গুপ্তার সঙ্গে যুগ্ম বিজেতা হয়ে খ্যাতির শীর্ষে উঠে এসেছিলেন সময় রায়না। এরপর তিনি ইউটিউবে নিজের বিতর্কিত রোস্ট শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ চালু করেছিলেন।

দাবাপ্রেমী এই ইউটিউবার করোনা অতিমারীর সময় দাবার ম্যাচও স্ট্রিমিং করতেন। তার অনন্য প্রতিভা এবং সাহসী রসবোধের মাধ্যমে দর্শকদের বুঁদ করে রাখতে পারেন সময় রায়না।

Post a Comment

নবীনতর পূর্বতন