‘আমি বলিউডে ব্ল্যাকলিস্টেড’ | Latest News

‘আমি বলিউডে ব্ল্যাকলিস্টেড’ | Latest News


বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী স্বরা ভাস্কর। তিনি বরাবরই তার সাহসী, স্পষ্টভাষী এবং নির্ভীক স্বভাবের জন্য দর্শকদের মাঝে সুপরিচিত। রাজনৈতিক ও সামাজিক যে কোনও বিষয় নিয়ে কথা বলতেই কখনও পিছপা হন না। 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, রাজনৈতিক মতাদর্শের কারণে তাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্ল্যাকলিস্টেড করে রাখা হয়েছে। যে কারণে তার অভিনয় প্রতিভা সম্পূর্ণ উপেক্ষিত করা হয়েছিল। এর প্রভাব পড়েছে অভিনেত্রীর ক্যারিয়ারেও।

সাক্ষাৎকারে স্বরা বলেন, ‘রাজনৈতিক মতামতের কারণে আমাকে বলিউডি ব্ল্যাকলিস্টেড করা হয়েছে। অস্বীকার করে লাভ নেই। বিষয়টা এখন সকলেরই জানা। কিন্তু এ নিয়ে আমার মনে কোনও কষ্ট নেই। আমি ওই পথ বেছে নেওয়ার সময় থেকেই জানতাম যে এর জন্য আমায় মূল্য দিতে হবে।’

তার মতে, ‘আমার খারাপ লেগেছে। কষ্ট হয়েছে। তবে কাজ করতে জানি, আমি খুব দক্ষ অভিনেত্রী। তাই বিশ্বাস করি ভবিষ্যতেও সেটা পারব। তাই ব্ল্যাকলিস্টেড হওয়ায় কষ্ট হয়েছিল। তবে আমি বুঝতে পারি কেন এবং কাদের জন্য এমনটা হয়েছিল।’

শেষে বলেন, ‘আমরা এমন একটা সময়ে বাস করি, এমন একটি দেশে যেখানে প্রধান শক্তি এবং ক্ষমতায় থাকা লোকেরা তাদের মতামতের সঙ্গে একমত না হওয়ার জন্য মানুষকে শাস্তি দিয়ে থাকেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা ভিন্নমতকে অপরাধ ঘোষণা করবেন এবং ভিন্নমতকে দেশবিরোধী বলেও ধরে নেবেন।’

Post a Comment

Previous Post Next Post