সাইফের ওপর হামলায় ‘কাণ্ডজ্ঞানহীন মন্তব্য’, ক্ষমা চাইলেন ঊর্বশী | Latest News

সাইফের ওপর হামলায় ‘কাণ্ডজ্ঞানহীন মন্তব্য’, ক্ষমা চাইলেন ঊর্বশী | Latest News


সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় সরগরম বি-টাউন। অভিনেতার বান্দ্রার বাড়িতে চুরি করতে এসে সরাসরি তার ওপর ছুরি দিয়ে হামলা চালায় আততায়ী। আর সেই ঘটনায় গোটা বলিউড এখন উদ্বেগে। 

শাহরুখ-সালমান থেকে শুরু করে বি-টাউনের বড় বড় তারকারা অভিনেতার পাশে দাঁড়িয়েছেন। এই ঘটনায় নিজেদের উদ্বেগের কথা প্রকাশ করেছেন। 

তারই মাঝে অভিনেত্রী ঊর্বশী রাউতেলা অসংবেদনশীল মন্তব্য করে কঠোর সমালোচনার মুখে পড়েছেন। যে ঘটনায় চাপের মুখে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। 

সম্প্রতি ঊর্বশী এক সাক্ষাৎকারে তার ডাকু মহারাজ ছবির বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলার সময় সাইফকে নিয়ে প্রশ্নের মুখে পড়েন। 

যেখানে তিনি অভিনেতার ওপর হামলার ঘটনা এড়িয়ে নিজের হাতের হীরেখচিত ঘড়ি দেখাতে বেশি ব্যস্ত হয়ে পড়েন। এরপরই নায়িকার ওপর চটে যান নেটিজেনরা। 

এবার এই ঘটনায় পতৌদি নবাব সাইফ আলি খানের কাছে ক্ষমা চেয়ে নিলেন ঊর্বশী। অভিনেত্রী বললেন, তিনি আসলে ঘটনার গুরুত্ব ঠিক বুঝে উঠতে পারেননি।

অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘প্রিয় সাইফ আলি খান স্যার, আশা করি আপনি ভালো আছেন। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে এবং আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে এই চিঠিটি লিখছি। আপনি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তার গুরুত্ব সম্পর্কে আমার কোনও ধারণা ছিল না। তাই আমি বিব্রত বোধ করছি। আসলে আমি নিজের ছবি ডাকু মহারাজ নিয়ে তৈরি হওয়া উত্তেজনায় আর আমার পাওয়া উপহারের মধ্যে ডুবে ছিলাম। তাই আপনি ঠিক কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তা বুঝে উঠতে পারিনি।’

Post a Comment

Previous Post Next Post