ওরা আমাকে মেরে ফেলত : বিশ্বনাথ | Latest News

ওরা আমাকে মেরে ফেলত : বিশ্বনাথ | Latest News


নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মালা দেওয়ার সময় অভিনেতা বিশ্বনাথ বসুর পায়ে জুতা ছিল বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা তার ওপর চড়াও হয়েছেন। এমনকি অভিনেতার গাড়িও ভাঙচুর করা হয়েছে।

গত ২৫ জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানা এলাকার পাহাড়িচক গ্রামে অনুষ্ঠান করতে এমন ঘটনার মুখোমুখি হন এই টলিউড তারকা। 

যেখানে অনুষ্ঠান শুরুর আগে স্টেজের পাশে থাকা নেতাজির মূর্তিতে মালা দেওয়ার অনুরোধ করেন ক্লাব কর্তৃপক্ষ। বিশ্বনাথ জুতা পরেই মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এরপরই শুরু হয় ঝামেলা। 

ভারতীয় একটি গণমাধ্যমে বিশ্বনাথ বসু বলেন, এক ঘণ্টা শো করি, কোনো অসুবিধাই হয়নি। স্টেজে উঠে নেতাজির কথা বলেছি, তখনও সমস্যা হয়নি। আসলে, যে আয়োজক আমাকে সেখানে নিয়ে গিয়েছিলেন তিনি মাতাল অবস্থায় ছিলেন।

অনুষ্ঠান শেষ করার পর বিশ্বনাথ বসুকে বলা হয়, ক্লাবের সেক্রেটারি আপনার সঙ্গে কথা বলবেন। এ তথ্য উল্লেখ করে বিশ্বনাথ বসু বলেন, সেখানে আমাকে বলা হয়, আপনি জুতা পরে মালা দিলেন কেন? আমি বললাম, ভুল হয়ে গেছে। আসলে খুব ক্লান্ত ছিলাম তো! তখন ক্লাবের ক্যাশিয়ার আমাকে ইশারা করে বলেন, ‘পয়সা দিয়ে নিয়ে এসেছি। কোথায় যাচ্ছেন? সবার সঙ্গে ছবি না তুলে যেতে পারবেন না।’ তারপরই অশান্তির শুরু।

ঘটনার ব্যাখ্যা করে বিশ্বনাথ বসু বলেন, আমাকে যে আয়োজক স্টেজে নিয়ে গিয়েছিলেন তার নাম মলয় রায়। যখন তিনি স্টেজে নিয়ে যান তখন মাতাল ছিলেন। এটা আমি একদম মেনে নিতে পারিনি। ২১ বছরের ক্যারিয়ারে এটা কখনো মেনে নিইনি যে, আমার সঙ্গে কর্মরত অবস্থায় কেউ মদ্যপ থাকবে। অনুষ্ঠান শেষে যখন গাড়িতে উঠব তখন মলয় এসে বলেন, ‘সেক্রেটারি একটু কথা বলবেন।’ তিনিও একই অবস্থায় ছিলেন।

আমাকে বললেন, ‘জুতা পরে কেন মালা পরালেন? আমি সঙ্গে সঙ্গে বলেছি, ওটা আমার ভুল হয়েছে। ক্ষমা চাইছি। তখন ওদের মুখ থেকে এত গন্ধ বের হচ্ছিল যে, আমি বলতে বাধ্য হই, একটু দূরে যান আমি থাকতে পারছি না। তারপরই রেগে যান।

প্রাণে বাঁচার কথা স্মরণ করে বিশ্বনাথ বলেন, ওই ক্লাবের লোকজন মৃত্যুদর্শন করিয়ে দিয়েছেন। দু’জন বাউন্সারও আটকাতে পারছিলেন না। গাড়ির লুকিং গ্লাস ভেঙে দিয়েছে। কিছুতেই গাড়িতে উঠতে দিচ্ছিল না। ওরা এতটাই রেগে ছিল যে, আমাকে মেরেই ফেলত।

এ ঘটনা অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। এরই মধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Post a Comment

নবীনতর পূর্বতন