অভিনয়জীবনে দিনটি ছিল রাজ্জাকের সবচেয়ে স্মরণীয় | Latest News

অভিনয়জীবনে দিনটি ছিল রাজ্জাকের সবচেয়ে স্মরণীয় | Latest News


নায়ক হতে চেয়েছিলেন। তাই অন্য কোনও পেশায় যুক্ত হননি। তবে শুরুর দিকে করতে হয়েছে অনেক কষ্ট। নিজের মেধা, প্রতিভার সবটুকু ঢেলে দিয়ে পরিশ্রম করে তিনি হয়ে উঠেছেন নায়করাজ। বর্ণঢ্য অভিনয়জীবনে রাজ্জাকের স্মরণীয় দিন ছিল ১০০ তম সিনেমার উৎসব। তা নিজেই জানিয়ে গেছেন নায়করাজ।


কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের জন্মদিন আজ। বিশেষ এই দিনে সামনে এসেছে রাজ্জাকের পুরোনো একটি সাক্ষাৎকারে ভিডিও।

সেখানে চলচ্চিত্র জীবনে সবচেয়ে বড় উপলব্ধি ও স্মরণীয় দিনের কথা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি একটা সময় চলচ্চিত্রে দিনরাত কাজ করেছি। যেমন কাজ করেছি তেমনই সন্মানও পেয়েছি। আমার সবচেয়ে স্মরণীয় দিন হল ১০০ তম সিনেমার রিলিজ উৎসব। কারণ, এজন্য আমাদের চলচ্চিত্র শিল্পীদের ৭ দিন ছুটি ঘোষণা করা হয়েছিল। এই ৭ দিন প্রযোজক, পরিচালক, শিল্পী, এফডিসি ও দর্শকের পক্ষ থেকে আমাকে শুভেচ্ছা জানানো হয়। এরই মধ্যে এফডিসিতে তিনদিন ব্যাপী একটি অনুষ্ঠান হয়। সেখানে ওই সময়ের সব নায়কের স্বাক্ষরিত একটি স্মারক আমাকে উপহার দেওয়া হয়। সেটা আমার ঘরে আছে। দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে শততম সিনেমার সময় আমি চলচ্চিত্র শিল্প ও শিল্পীদের থেকে যে শ্রদ্ধা-ভালোবাসা পেয়েছি এর চেয়ে বড় পাওয়ার আমার জীবনে আর কিছু নেই।’


রাজ্জাক বলেন, ‘দেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও গল্পকার জহির রায়হান আমাকে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন। প্রথম দেখায় তিনি আমাকে বলেছিলেন, ‘আমি আপনাকে নায়ক বানাবো’। তিনি আমাকে নায়ক বানানোর জন্য ‘হাজার বছর ধরে’ ছবিতে নেওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত নানা কারণে সিনেমাটি হয়নি। পরবর্তীতে তিনি ‘বেহুলা’ সিনেমায় আমাকে সুযোগ করে দেন।’

‘বেহুলা’ সিনেমার পর তাকে আর ফিরে তাকাতে হয়নি। নিজের সর্বোচ্চ দিয়ে অভিনয় করে গেছেন। রাজ্জাক বলেন, ‘জহির রায়হান সাহেবের পরামর্শে আমি পরবর্তীতে এগিয়ে গেছি। তিনি আমাকে শিখিয়েছেন, চলচ্চিত্রে লোভ করলে কিছুই পাওয়া যায় না, বরং ত্যাগ করতে হয়। তার এই বাণী আমি জীবনের প্রত্যেকটি পর্যায়ে মেনে চলেছি। তাই আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জহির রায়হান সাহেব।’

Post a Comment

Previous Post Next Post