‘অপর্ণার সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াটা বড় ব্যাপার ছিল’ | Latest News

‘অপর্ণার সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াটা বড় ব্যাপার ছিল’ | Latest News


বর্ষীয়ান গায়ক অঞ্জন দত্ত। গানের পাশাপাশি একদিকে যেমন তার চোখ ধাঁধানো অভিনয়, তেমনই আবার পরিচালক হিসেবেও অঞ্জন দত্তের কাজ মন ছুঁয়েছে দর্শকদের। সংগীতের দুনিয়ায়ও তার অনবদ্য খ্যাতি রয়েছে। 

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অঞ্জন দত্ত বিভিন্ন বিষয়ে নিয়ে কথা বলেছেন। যেখানে উল্লেখ করেছেন যে, অপর্ণা সেনের সঙ্গে অভিনয় করতে পারার সুযোগ পাওয়াটাও বড় ব্যাপার ছিল তার জন্য।


অভিনয় করার বিষয়ে তিনি বলেন, ‘আমি সব সময় যে চরিত্রে অভিনয় করি, সেই চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করি। অঞ্জন দত্ত থেকে বেরিয়ে এসে। আমি অনেক বেশি ছবি করার সুযোগ পাইনি। কিন্তু মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, অপর্ণা সেন, প্রতীম ডিগুপ্ত বা পরম— এ রকম কিছু পরিচালক আছেন যারা আমার উপর ভরসা রেখেছেন।’

অপর্ণা সেনের বিষয়ে অঞ্জনের ভাষ্য, ‘অপর্ণা সেন বাণিজ্যিক ছবিতে অভিনয় করতেন। সেই সময়ে নায়িকাদের বেশিরভাগ ছবিতেই দেখা যেত প্যানপ্যান করে কাঁদতে। এটাকে আমি ছোট করছি না।’ 

‘এটাই প্রচলিত ছিল। অথচ তিনি যখন কমেডি করতেন তার সেই উইটটা চোখে পড়ত। বোঝা যেত তিনি ঠিক ন্যাকা নায়িকা নন। এদিকে অপর্ণা সেনের সঙ্গে অভিনয় করতে পারার সুযোগ পাওয়াটাও বড় ব্যাপার ছিল।’


অঞ্জন বলেন, ‘ভালো অভিনেত্রী বলেই তিনি (অপর্ণা সেন) ভালো পরিচালক। যারা ভালো অভিনেত্রী হন তারা খারাপ পরিচালনা করতেই পারেন না বলে আমার বিশ্বাস। এটা আমি নিজের ক্ষেত্রেও মনে করি।’


তার কথায়, ‘যদিও অনেকে বলেন আমি ভালো অভিনেতা, পরিচালক অতটা ভালো নই। অথচ আমি প্রচুর নতুন অভিনেতা-অভিনেত্রীকে সুযোগ দিয়েছি। যারা কোনোদিন অভিনয় করেননি যেমন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক— এদের বিষয়টা আলাদা। কিন্তু আমি অন্তত খুব খারাপ অভিনেতা অথচ দারুণ পরিচালক দেখিনি।’

Post a Comment

নবীনতর পূর্বতন