-রেডিও শহর ডেস্ক
বার্লিন চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে ভারতীয় বাংলা চলচ্চিত্র ‘বাক্সবন্দী’। এই চলচ্চিত্রের শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন গল্লি বয়খ্যাত বাংলাদেশের তবীব মাহমুদ ও রানা মৃধা। ‘শুধু টাকার জন্য’ শিরোনামের গানটির কথা-সুর তবীব মাহমুদের এবং সংগীতায়োজন শুভ্র রাহার। বার্লিন চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ছবির তালিকা প্রকাশ করেছে। এতে বার্লিনাল পারস্পেকটিভ বিভাগে রয়েছে ‘শ্যাডো বক্স’ (‘বাক্সবন্দী’) ছবির নাম। এ বিভাগে মোট ১৩টি সিনেমা জায়গা করে নিয়েছে। বিশ্বের নানা প্রান্তের নবীন নির্মাতাদের ছবি মনোনীত হয় বার্লিনাল পারস্পেকটিভ বিভাগে। আজ সন্ধ্যায় খবরটি জানতে পেরে ভীষণ আনন্দিত তবীব মাহমুদ। প্রথম আলোকে তিনি বলেন,‘আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। সত্যিই ভীষণ ভালো লাগছে। আমি আনন্দিত।’
ভারতীয় ছবি ‘বাক্সবন্দী’ যৌথভাবে পরিচালনা করেছেন তনুশ্রী দাস ও সৌম্যানন্দা সাহী। তবীবের কাছে প্রশ্ন ছিল, ভারতীয় পরিচালকের সঙ্গে যোগাযোগ হলো কীভাবে? এমন প্রশ্নে বললেন,‘বছর দেড়েক আগের কথা। আমার সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। তখন শুনেছি, তাঁরা আমার গান নিয়মিত শুনতেন। আমার একটা গান ছিল “শুধু টাকার জন্য”। গানটি শোনার পর পরিচালক সৌম্যনন্দা সাহি দিদি আমার সঙ্গে যোগাযোগ করেন। আমাদের পরিচয় হয়। কথাবার্তা হয়। এর ঠিক কিছুদিন পর তিনি একটা পরিকল্পনা শেয়ার করলেন। বছরখানেক আগে আমাকে জানালেন, তাঁদের একটা ডকুমেন্টারি অস্কারে মনোনীত হয়েছিল, যেটার চিত্রগ্রাহক ছিলেন তিনি। আমাকে বললেন, “আমরা একটা সিনেমা বানাচ্ছি, যেটা অস্কারের কথা ভাবছি। সেই ছবিতে ‘শুধু টাকার জন্য’ গানটা আমরা ব্যবহার করতে চাই। গানটা আবার নতুন করে আমাকে বানিয়ে দেন।” পরে তাঁদের কথামতো আমি গানটা বানিয়ে দিই। এখন তো শুনি, ছবিটি বার্লিনের মতো এত বড় একটা চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে!’
তবীব মনে করছেন, তাঁর এই কাজের মাধ্যমে বাংলাদেশকে উপস্থাপনের একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে তাঁর। তিনি বললেন, ‘সারা বিশ্বের প্রতিভাবান চলচ্চিত্রকারের এ ধরনের উৎসবে তাঁদের সেরা সব সিনেমা নিয়ে অংশ নেন। সেখানে ভারতীয় একটি ছবির টাইটেল গানের মাধ্যমে আমিও থাকছি, এটা তো দেশের জন্য সম্মানের। বাংলাদেশকে ইতিবাচকভাবে উপস্থাপনের ব্যাপারটা নিঃসন্দেহে গৌরবের। এটা আমার জন্য বিশাল একটা সুযোগ মনে করছি।’
২০১৯ সাল ‘গল্লি বয়’ নামে একটি গান গেয়ে মানুষের কাছে পরিচিতি পান ‘গল্লি বয়’খ্যাত তবীব মাহমুদ ও রানা। এরপর তাঁরা একের পর এক গান প্রকাশ করেছেন। ছয় বছরের সংগীতজীবনে প্রাপ্তিটা অনেক বড় হিসেবে দেখছেন তবীব। তিনি বললেন, ‘আমার ছোট্ট সংগীতজীবনে বার্লিনের মতো উৎসবে মনোনীত ছবিতে টাইটেল গান, সত্যিই বিশাল স্বীকৃতিও।’
এর আগে ২০২৩ সালে ডিজনি হটস্টারে মুক্তি পেয়েছে বিজয় নামবিয়ার পরিচালিত ভারতীয় সিরিজ ‘কালা’। এ সিরিজে স্থান পায় তবীব মাহমুদ ও রানা মৃধার ‘চাপ নাই’ শিরোনামের গান। সেই গান দিয়ে ভারতীয় দর্শকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছিলেন তাঁরা। আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হবে বার্লিন উৎসব, পর্দা নামবে ২৩ ফেব্রুয়ারি।
إرسال تعليق