📆 রবিবার, ৯ মার্চ ২০২৫🕑 ৮টা:undefinedমিনিট:৩৭সেকেন্ড অপরাহ্ন
পাকিস্তান থেকে খুনের হুমকি কপিল শর্মাকে, আতঙ্কে বলিউড | Latest News

পাকিস্তান থেকে খুনের হুমকি কপিল শর্মাকে, আতঙ্কে বলিউড | Latest News

সাইফ আলি খানের উপর হামলার পর এক সপ্তাহও কাটেনি। এরই মধ্যে নয়া আতঙ্কে বলিউড। এবার খুনের হুমকি পেলেন জনপ্রিয় কৌতুকাভিনেতা কপিল শর্মা। 

কপিলের অভিযোগ, ই-মেইলের মাধ্যমে খুনের হুমকি দেওয়া হয়েছে তাকে। মুম্বাই পুলিশ সূত্রের খবর, ওই হুমকি ই-মেইল আবার এসেছে পাকিস্তান থেকে।

মুম্বাই পুলিশকে কপিল জানিয়েছেন, তার মেইলে একটি হুমকি বার্তা এসেছে। যেখানে বলা হয়েছে, আমরা আপনার প্রতিদিনের কার্যকলাপের উপর নজর রাখছি। আমরা মনে করি স্পর্শকাতর বিভিন্ন বিষয় নিয়ে আপনার আরও বেশি করে মুখ খোলা উচিত। এই বার্তাটিকে হালকাভাবে নেবেন না। নিজেদের প্রচারের জন্য এমন বার্তা পাঠানো হয়নি। 

কপিলের দাবি মাত্র ৮ ঘণ্টার মধ্যে তাকে ওই ই-মেইলের জবাব দিতে বলা হয়। না হলে ফল ভুগতে হবে বলে হুমকিও দেওয়া হয়েছে। ওই বার্তাটির নিচে দুষ্কৃতী নিজেকে ‘বিষ্ণু’ বলে পরিচয় দিয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, ওই হুমকি বার্তাটি পাকিস্তান থেকে এসেছে। শুধু কপিলই নন, এর আগে অভিনেতা রাজপাল যাদব, কৌতুকশিল্পী সুগন্ধা মিশ্র ও নৃত্য পরিচালক রেমো ডিসুজার কাছেও একই রকম হুমকি বার্তা এসেছে। 


ইতোমধ্যে পুলিশ এই বিষয়ে তদন্তও শুরু করেছে। পাশাপাশি অভিযোগ পাওয়ার পর অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে অম্বোলি থানা পুলিশ।


এদিকে বাবা সিদ্দিকিকে গুলি করে খুন, সালমান খানকে লাগাতার হুমকি, সাইফ আলি খানের বাড়িতে হামলা, কপিল-সহ চার সেলিব্রিটিকে খুনের হুমকিতে শাহরুখ-সহ একাধিক সেলিব্রিটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। 


খুব অল্প সময়ের ব্যবধানে একের পর এক এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কে কাটাচ্ছে গোটা বলিউড।

Post a Comment

Previous Post Next Post