বিচ্ছেদ জল্পনার মাঝে সুখবর দিলেন যীশু | Latest News

বিচ্ছেদ জল্পনার মাঝে সুখবর দিলেন যীশু | Latest News



টালিউড অভিনেতা যীশু সেনগুপ্ত ২০০৪ সালের ৪ মার্চ অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের মেয়ে নীলাঞ্জনা ভৌমিকেরে সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে ইন্ডাস্ট্রিতে তারা ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত লাভ করেন। সব জায়গাতেই দুই মেয়ে সারা এবং জারাকে নিয়ে বেড়ানোর প্রতি মুহূর্তই তুলে ধরতেন সামাজিক যোগাযোগমাধ্যমে।


সেই সব দিন আর নেই। গুঞ্জন শোনা যাচ্ছে শিগগিরই তার আলাদা হয়ে যাচ্ছেন। একটি সূত্র বলছে, তৃতীয় ব্যক্তির আগমনে এ গুঞ্জন শুরু হয়েছে। তবে এসবের মাঝেই নতুন শুরুর ঘোষণা দিয়েছে যীশু।


কিছুদিন যীশু একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি ভূত বাংলার শুটিং করতে যাচ্ছে। এ দিয়ে বোঝা যাচ্ছে তিনি স্ক্রিন শেয়ার করতে চলেছেন অক্ষয় কুমার ও টাবুর সঙ্গে। এ সুখবর শুনে তার অনুরাগীরা দারুণ খুশি হয়েছেন।


যীশু এখন টালিউড, বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমার কাজ নিয়েও জন্যও ভীষণ ব্যস্ত সময় পার করছেন। বেশিরভাগ সময়ই মুম্বাইতে ব্যস্ত থাকেন তিনি। শোনা যাচ্ছে, যীশুই নাকি তৃতীয় সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এ কারণেই অশান্তির শুরু হয়েছে। নীলাঞ্জনার সোশ্যাল ওয়ালে মন খারাপের একাধিক পোস্ট সামনে এসেছে সম্প্রতি।

Post a Comment

নবীনতর পূর্বতন