-রেডিও শহর ডেস্ক
বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিনের প্রেম ছিল অভিনেত্রী মালাইকা আরোরার। এখন তাদের অনেক দূরত্ব। একসঙ্গে আর থাকছেন না তারা। বর্তমানে দুইজনই সিংগেল। তবে তাদের দূরত্ব থাকলেও অর্জুন-মালাইকার মাঝে যে একটা ভালো বন্ধুত্ব রয়েছে তা স্পষ্ট।
এইতো কয়েকদিন আগেই বান্দ্রার লীলাবতী হাসপাতালে আহত সাইফকে দেখতে যান অর্জুন-মালাইকা। তারা আলাদাভাবে গেলেও পরে একসঙ্গে আড্ডাও দেন কিছুক্ষণ। সে থেকে নতুন করে গুঞ্জন ওঠে, তারা নিশ্চয়ই সম্পর্ক জোড়া লাগাতে চলেছেন!
এরই মধ্যে ফের আরও একবার মুখোমুখি অর্জুন-মালাইকা। সম্প্রতি তাদের এক বন্ধুর বাগদান অনুষ্ঠানে এক সঙ্গ উপস্থিতি ছিল তাদের। যদিও তারা আলাদাভাবেই গিয়েছিলেন সেই অনুষ্ঠানে।
এদিকে গুঞ্জনের মধ্যেও তাদের এই একসঙ্গ আপাতত পুরোনো সম্পর্ক জোড়া লাগার ইঙ্গিত দিচ্ছে না। তাদের বন্ধুর সেই বাগদানের অনুষ্ঠানে অর্জুন-মালাইকা এক ফ্রেমেও আসেননি।
প্রসঙ্গত, মালাইকার প্রেম জীবন ঘিরে চর্চার শেষ নেই। এর আগে আরবাজ খানের সঙ্গে তার বিয়ে থেকেই শুরু হয়েছিল নানান চর্চা। এরপর অর্জুন কাপুরের সঙ্গে তার বিচ্ছেদও নানান চর্চার জন্ম দেয়।
মালাইকা ও অর্জুন ২০১৬ সালের দিকে প্রেম শুরু করেছিলেন। বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও তাদের সম্পর্ক ছিল মাখো মাখো। এমনকি তাদের জুটিকেও পছন্দ করতেন অনুরাগীরা
إرسال تعليق