এবার মা হওয়ার কঠিন দিক নিয়ে যা বললেন অভিনেত্রী কল্কি | Latest News

এবার মা হওয়ার কঠিন দিক নিয়ে যা বললেন অভিনেত্রী কল্কি | Latest News




এর আগে মা হওয়ার কঠিন দিক নিয়ে কথা বলেছিলেন মহারাষ্ট্রের অভিনেত্রী রাধিকা আপ্তে। সে কারণে বলিউড অনুরাগীদের একাংশ সমালোচনাও করেছিলেন অভিনেত্রীর। তারপরও রাধিকা তার অবস্থান বদলাননি। 


মাতৃত্ব নিয়ে রাধিকা বলেছিলেন— কেউ বলে না, অন্তঃসত্ত্বা হওয়ার সময় কী কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় নারীদের। এটা আমার খুব অদ্ভুত লাগে। আমি তো সন্তান ধারণের সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবিইনি, শরীরে পরিবর্তন এলে কী কী হতে পারে, তা তলিয়ে দেখিইনি মায়ের যন্ত্রণার কথা। কারণ সেটা কেউ বলে না। 


এবার একই সুর শোনা গেল মাতৃত্ব নিয়ে বলিউড অভিনেত্রী কল্কি কেকলার একটি মন্তব্যেও। যে কথা শোনালেন অভিনেত্রী।


কথায় আছে— মা হওয়া নয় মুখের কথা। কিন্তু বলিউডের কিছু ‘ব্যতিক্রমী’ মা অভিযোগ করেছেন, ইদানীং মাতৃত্বের বিষয়টিকে বড় বেশি নিখুঁতভাবে পরিবেশন করা হয়। যেন গোটা প্রক্রিয়াটাই গোলাপি পাপড়িতে সাজানো নরম বিছানার মতো। পা ফেললেই স্বপ্নের মতো ৯ মাস পার হয়ে যায়। কিন্তু আসলে তো ব্যাপারটি অতটা সহজ নয়।  অভিনেত্রীদের বক্তব্য, মা হওয়ার কঠিন দিকগুলোই বা সমাজের সামনে তুলে ধরা হবে না কেন?


কল্কি চার বছরের সন্তানের মা। ২০২০ সালে কন্যাসন্তানের জন্ম দেন অভিনেত্রী। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মাতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, মাতৃত্ব মায়েদের থেকে অনেক কিছু নিংড়ে নেয়। ৯ মাস নিজের শরীরে সন্তান ধারণ করা, প্রসব পর্ব এবং তারপর প্রসবোত্তর পর্বে মায়েদের নিজেদের শরীর বলে কিছু থাকে না। মায়েদের শরীর তখন অন্য একটা মানুষের দাসত্ব করে। তাকে বাঁচিয়ে রাখার একটা আপৎকালীন প্রক্রিয়া হিসাবে কাজ করে। তখন শরীরের সব শক্তি, সব পুষ্টি শুধু সেই মানুষটার জন্য। শুধু তাকেই ভালো রাখার জন্য।


মাতৃত্বকালীন সময়ের স্মৃতি খুব বেশি পুরোনো হয়নি কল্কির। তিনি বলেন, প্রসবের পরের ছয় মাস তো সত্যিই খুব কষ্টের ছিল। সারারাত প্রায় জেগে থাকতে হয়। কখন মেয়ে উঠবে। উঠলেই তাকে স্তন্যপান করানো, তাকে ঘুমিয়ে পাড়ানো। আমার সব পুষ্টি ওর শরীরে যাচ্ছে। 


অভিনেত্রী বলেন, আমার ঘুমের কোনো ঠিকঠিকানা নেই। মনে হতো আমার জীবনটা কোথায় গেল, আমি কে? আমার কি কোনো নিজস্বতা নেই, কোনো ইচ্ছা থাকতে নেই— সেই সময়টা খুব কষ্টের ছিল। 


কল্কির মেয়ের নাম সাফো। আর তাই মা-মেয়ের সম্পর্ক নিয়ে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, এখন আমাদের খুবই ভালো জমে। কিন্তু তার মানে এই নয়, কষ্টগুলো হয়নি। অথচ মাতৃত্ব নিয়ে যারা নানা কথা বলে বেড়ান, তাদের কাউকে এ নিয়ে কথা বলতে দেখিনি।

Post a Comment

Previous Post Next Post