১৬০০ কোটির মালিক শোয়েবের বন্ধুর সঙ্গে সম্পর্কের গুঞ্জন সানিয়ার | Latest News | Sania News

১৬০০ কোটির মালিক শোয়েবের বন্ধুর সঙ্গে সম্পর্কের গুঞ্জন সানিয়ার | Latest News | Sania News

-রেডিও শহর ডেস্ক 


গত বছরই বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন সানিয়া মির্জা। এর কিছু দিনের মধ্যেই সানিয়ার প্রাক্তন স্বামী শোয়েব মালিক বিয়ে করেন পাকিস্তানের উপস্থাপক সানা জাভেদকে।

এদিকে বিচ্ছেদের পর সানিয়া মির্জার ঘনিষ্ঠরা জানান, এই মুহূর্তে ছেলেকে নিয়েই ব্যস্ত থাকতে চান এই টেনিস তারকা। তবে বিচ্ছেদ হওয়ার পর থেকে একের পর এক ব্যক্তির সঙ্গে নাম জড়িয়েছে সানিয়ার।


কখনও ক্রিকেটার মোহম্মদ শামির সঙ্গে এআই ছবি হয়েছে ভাইরাল, আবার সম্প্রতি সময়ের গুঞ্জন- সানিয়া মির্জা নাকি সম্পর্কে আছেন আদিল সজনের সঙ্গে।

এরপরই নেটিজেনদের প্রশ্ন, কে এই আদিল? কী বা পেশা তার? সানিয়ার সঙ্গে তার সম্পর্ক কী?

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আদিল দুবাইয়ের একজন ব্যবসায়ী। শোয়েব মালিকের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল একটা সময়। সেই সূত্রে সানিয়াকেও বহুদিন ধরে চেনেন তিনি। 

সম্প্রতি ইনস্টাগ্রামে আদিলকে অনুসরণী করতে শুরু করেছেন সানিয়া। আদিল কোটিপতি। দানুবে গ্রুপের ম্যানেজার তিনি। প্রায় ১৬০০ কোটি টাকার মালিক এই যুবক।


এছাড়া বলিউডের সঙ্গেও আদিলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তবে আদিল কিন্তু বিবাহিত। তার স্ত্রী সানা সজন পেশায় চিকিৎসক। তবুও সানিয়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জন রটেছে তাকে ঘিরে। 


যদিও এখনও পর্যন্ত এই গুঞ্জন নিয়ে মুখ খোলেননি আদিল। অন্যদিকে মুখে কুলুপ এঁটেছেন সানিয়া মির্জাও। আদিল প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেননি তিনি। 

Post a Comment

Previous Post Next Post