মঞ্চে তরুণীর সঙ্গে শাহরুখের রসিকতা, এর বেশি কাছে আসা অ্যালাউড না | Latest Media News

মঞ্চে তরুণীর সঙ্গে শাহরুখের রসিকতা, এর বেশি কাছে আসা অ্যালাউড না | Latest Media News


শাহরুখ খান, তিনি শুধু বলিউডের ‘কিং’ নন, অনুরাগীদের হৃদয়েরও 'রাজা'। কীভাবে ভক্তদের মন জয় করতে হয়, তা যেন তার নখদর্পণে! অসাধারণ রসবোধ, অনবদ্য ব্যক্তিত্ব—সব মিলিয়ে শাহরুখ খানের উপস্থিতি মানেই এক অন্যরকম আকর্ষণ।

 সম্প্রতি এক অনুষ্ঠানে আবারও তার সেই জাদুতে মুগ্ধ হলেন এক তরুণী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের একটি ভিডিও, যেখানে কিং খানের রসিকতায় হাসিতে ফেটে পড়েছেন অনুরাগীরা।  

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক তরুণী শাহরুখের সামনে এসে উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, 'আই রিয়েলি লভ ইউ'। উত্তরে শাহরুখ মজার ছলে বলেন, 'তোমার নামটা আরেকবার বলো তো, ডার্লিং?' 

মেয়েটি জানায়, তার নাম 'শানসা'। ঠিক তখনই কিং খান নিজের বিখ্যাত সংলাপ ভুলভাবে বলে ফেলেন—'বেটেকো হাত লাগানে সে পহলে…' এরপর নিজেই হেসে বলেন, 'উফ! ভুল ডায়ালগ! সরি, সরি!'  

পরক্ষণেই শাহরুখ ফিরে যান তার রোমান্টিক মুডে। মেয়েটির চোখের দিকে তাকিয়ে বলেন, 'আমার চোখের দিকে তাকাও, কাছে আসো, আরও কাছে... আরও কাছে... তবে এর বেশি কাছে আসা অ্যালাউড (অনুমোদিত) নয়, ডার্লিং! এবার তোমাকে বাড়ি যেতে হবে।' 

কিং খানের রসিকতায় স্টেজেই হেসে ফেলেন শানসা। বিদায় নেওয়ার আগে শাহরুখ তার সঙ্গে হাত মিলিয়ে বলেন, 'থ্যাঙ্ক ইউ, গড ব্লেস ইউ।'

এই বিশেষ মুহূর্তের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শানসা নিজেই। উত্তেজনায় তিনি লেখেন, '@iamsrk-এর সঙ্গে যাদুকরী মুহূর্ত! আমি এখনও ঘোর কাটিয়ে উঠতে পারছি না! ছোটবেলা থেকে যে মেয়ে টিভিতে শাহরুখকে দেখত, সে আজ তার সঙ্গে একই স্টেজ শেয়ার করল!' 

ভিডিওটি ইতোমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়, আর কিং খানের রসবোধের প্রশংসায় মেতেছেন নেটিজেনরা!

Post a Comment

Previous Post Next Post