শুটিংয়ে গল্প ও লোকেশনের বৈচিত্র্য আনতে গ্রামের দিকে ছুটলেন অভিনেতা খায়রুল বাসার। শর্ষেখেতের পাশে শুটিং। শুটিংয়ের ফাঁকে বসে গেলেন খেতের আলে। সেই ছবি পোস্ট করে বাসার লিখেছেন, ‘এমনো দিনে তারে বলা যায়, এমনো খেতভরা সরিষায়...
অভিনেতা ফারহান আহমেদ জোভানকে দেখা গেল অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে। একসঙ্গে তাঁরা ‘হৃদয়ের টান’ নাটকে অভিনয় করছেন। সেই ইউনিট থেকে ছবিটি প্রকাশ করে জোভান লিখেছেন, ‘আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান। তাঁর জন্য ভালোবাসা।’
আজ রাত ৮টায় গাইবে ‘জয়িতা ও তাঁর ব্যান্ড’ দল। ফারহিন খান জয়িতা ভক্তদের সঙ্গে সেই খবর ভাগাভাগি করে লিখেছেন, ‘শুরু করব ঠিক ৮টায়। যাঁরা টিকিট কিনেছেন ৭টা ৩০–এর মধ্যে চলে এলে ভালো হয়! “তবু মনে রেখো” পাঠ, আবৃত্তি ও রবীন্দ্রনাথের গানের সঙ্গে এক সন্ধ্যা।’
আগে থেকেই ভালোবাসা দিবসের কাজের প্রচার নিয়ে ব্যস্ত হতে দেখা গেল অভিনেতা ইরফান সাজ্জাদকে। তাঁকে দেখা যাবে ‘আজান’ নাটকে। ছবিটি পোস্ট করে ইরফান লিখেছেন, ‘ভালোবাসা দিবসে আসছি নতুন নাটক “আজান” নিয়ে। দর্শকেরা নতুন কিছু পাবেন।’
একটি মন্তব্য পোস্ট করুন