সন্তানদের কঠোর ডিসিপ্লিনের মধ্যে দিয়ে বড় করেন কোয়েল মল্লিক | Koel Mollik Latest News

সন্তানদের কঠোর ডিসিপ্লিনের মধ্যে দিয়ে বড় করেন কোয়েল মল্লিক | Koel Mollik Latest News


গত বছরের ডিসেম্বরে দ্বিতীয়বারের মতো মা হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ৪২ বছরে ফের মা হলেন টলিউডের মিতিন মাসি। এবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। 

যদিও এখনও পর্যন্ত মেয়ের নাম ঠিক করতে পারেননি কোয়েল-নিসপাল সিং। তাদের ছেলে কবীর, বোনকে আদর করে ডাকছে 'পুচকি' বলে।

হাতে বেশ কিছু ছবির অফার এলেও, এই মুহূর্তে তা ফিরিয়েছেন কোয়েল। কাজের থেকে বিরতি নিয়েছেন কিছু সময়ের জন্য। জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে কোনওরকম কাজ রাখতে চাননি অভিনেত্রী। মাতৃত্ব চুটিয়ে উপভোগ করছেন তিনি। 

কোয়েল মল্লিক নিয়মানুবর্তিতা মেনে চলতে পছন্দ করেন। সন্তানদেরও সেভাবেই মানুষ করছেন তিনি। 

সম্প্রতি সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমি খুব ডিসিপ্লিন মেনে চলতে পছন্দ করি। নিজেও ডিসিপ্লিন্ড থাকি। তাই আমার মনে হয়, জীবন ডিসিপ্লিন ছাড়া হতেই পারে না। সেই জিনিসটা আমার ছেলে-মেয়ের মধ্যেও রাখার চেষ্টা করি। 

নায়িকা যোগ করেন, মেয়ে যদিও এখন ভীষণই ছোট, তাই ওর উপর এখনও কোনও ডিসিপ্লিন শুরু করিনি। কিন্তু আমার বড় ছেলে যথেষ্ট ডিসিপ্লিনে থাকে। আমাদের বাড়িতে একটা বিয়ে চলছে, ওখান থেকে সে আমায় ফোন করে জিজ্ঞেস করেছে, ‘মা এই এই মিষ্টি খেতে পারি’। আমার কথা কতটা শুনবে জানি না, কিন্তু ও যে আমায় প্রশ্ন করেছে তাতেই আমি উচ্ছ্বসিত।

প্রসঙ্গত, গ্ল্যামার দুনিয়ায় থাকলেও, বিতর্ক ছুঁতে পারেনি কোয়েলকে। অন্যান্য নায়িকাদের থেকে তিনি অনেকটাই আলাদা। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে বিয়ে করেন টলি নায়িকা। বিয়ের ৭ বছর পর ২০২০ সালে তারকা জুটির জীবনে আসে তাদের পুত্র সন্তান। কবীরের বয়স এখন প্রায় ৫ বছর। এরপর গত বছরের শেষে দ্বিতীয় সন্তানের জন্ম দেন রঞ্জিত কন্যা।

Post a Comment

أحدث أقدم