আজ মুক্তি পাচ্ছে জয়ার ‘বাগান বিলাস’ | Jaya Latest News

আজ মুক্তি পাচ্ছে জয়ার ‘বাগান বিলাস’ | Jaya Latest News


দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এখন দেশের চেয়ে ওপার বাংলাতেই তাকে বেশি ব্যস্ত থাকতে দেখা যায়। সম্প্রতি ‘বাগান বিলাস’ নামে একটি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন এই তারকা। মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন সাদিয়া ইসলাম রোজা।

এমন একটি কাজ আসছে, অনেক আগেই ইঙ্গিত দিয়েছিলেন জয়া। এবার দেখতে দেখতে চলে আসল এটির মুক্তির প্রহর। আজ সোমবার (২৭ জানুয়ারি) ‘বাগান বিলাস’শিরোনামে মুক্তি পেতে যাচ্ছে এই মিউজিক্যাল ফিল্মটি। এদিন রাত নয়টার দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে জয়া অভিনীত এই কাজটির।

এর আগে এক ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছিলেন,  “আমাদের ‘বাগান বিলাস’, ২৭ জানুয়ারি, রাত ৯ টায়।”

জানা গেছে, গানটিতে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম ও প্রীতম হাসান। গানের পাশাপাশি জয়ার সঙ্গে অভিনয়ও করেন তারা। 

এর আগে গত ২০ জানুয়ারি এই কাজের কথা জানিয়ে সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সাথে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, তাদের সাথে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন। দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাদের সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে।

Post a Comment

أحدث أقدم