স্বামীকে সমকামী ভাবতেন ফারহা খান, কিন্তু কেন | Farha Khan thought her husband was gay, but why?

স্বামীকে সমকামী ভাবতেন ফারহা খান, কিন্তু কেন | Farha Khan thought her husband was gay, but why?


বলিউডের জনপ্রিয় নৃত্যপরিচালক ও অভিনেত্রী ফারহা খান ২০০৪ সালে ৪ ডিসেম্বর ‘ম্যায় হুঁ না’ ছবির সম্পাদক শিরীষকে বিয়ে করেন। সে হিসাবে তাদের দাম্পত্য জীবন ২০ বছর পার হতে চললো। ২০০৮ সালে কৃত্রিম প্রজননের সাহায্য নিয়ে তারা একসঙ্গে তিন সন্তানের অভিভাবক হন। 

এমনিতেই খুব একটা রাখঢাক করে কথা বলেন না ফারহা। মনে যা, তা-ই বলে ফেলেন। প্রথমবার শিরীষের সঙ্গে তার দেখা হয় ‘ম্যায় হুঁ না’ ছবি করার সময়। 

সম্প্রতি ফারাহ ভারতের জনপ্রিয় মুখ অর্চনা পুরন সিং-এর ইউটিউব চ্যানেলে অতিথি হয়ে হাজির হয়েছিলেন।

সেখানে তিনি কথা বলেছেন নিজেদের সম্পর্ক নিয়ে। তিনি বলেছেন, আমি প্রথম দেখায় প্রেম এই ব্যাপারটার থেকেই যোজন দূরে। শিরীষ শুরুর দিকে রাগ রাগ দেখাত। কারণ একটা মানুষ যে কম কথা বলে সে রেগে গিলে চুপ করে যায় সেটা আরও বিরক্তিকর। আমি তো আমাদের দেখা হওয়ার পর ছয় মাস পর্যন্ত ভেবেছি উনি সমকামী।

অর্চনা ফারহার কাছে জানতে চান, তার ও শিরীষের ঝগড়া হলে কে আগে ক্ষমা চায়? উত্তরে ফারাহ বলেন, ‘কেউ Sorry বলে না। শিরীষ ২০ বছরে কখনো আমার কাছে ক্ষমা চায়নি। এরপর কিছুটা ব্যাঙ্গ করে ফারহা খান বলেন, ‘কারণ ও কখনোই ভুলই করে না। ’ 

এর আগে ‘মুভিং ইন উইথ মালাইকা’ অনুষ্ঠানে ফারহা বলেছিলেন, তার ও শিরীষ কুন্দের-এর কাছের এক বন্ধুর তাদের সম্পর্ক নিয়ে ভীষণ খারাপ ধারণা ছিল। বন্ধুটি ভেবেছিলেন, তাদের হয়ত ডিভোর্স হয়ে যাবে। 

ফারহার কথায়, ‘আমার বিয়ের দিন ওই বন্ধুকে কেউ একজন জিজ্ঞেস করেছিলেন, তুমি কি ফারহার বিয়েতে যাচ্ছ? উত্তরে ও বলেছিল, নাহ, আমি ওর দ্বিতীয় বিয়েতে যাব।

Post a Comment

أحدث أقدم