শিশুদের জন্য দুরন্তর নতুন তিন সিরিজ | Carton News

শিশুদের জন্য দুরন্তর নতুন তিন সিরিজ | Carton News


আজ থেকে শুরু হচ্ছে দুরন্ত টিভির ৩০তম সিজন। নতুন এ সিজনে শিশুদের জন্য যুক্ত হয়েছে তিনটি নতুন কার্টুন সিরিজ। এগুলো হচ্ছে ‘ক্লিও অ্যান্ড কুকিন’, ‘পোলিনোপোলিস’ এবং ‘পিআইএনওয়াই ইনস্টিটিউট অফ নিউইয়র্ক’। পাশাপাশি প্রচার হবে গত সিজনের শিশু স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন’-এর নতুন পর্ব। 

এছাড়া নিয়মিত অনুষ্ঠান, কার্টুন সিরিজ ও সিনেমা থাকছে। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ক্লিও অ্যান্ড কুকিন’ কার্টুনটি শুরু হচ্ছে ৩১ জানুয়ারি থেকে। ‘পোলিনোপোলিস’ শুরু হচ্ছে ৩১ জানুয়ারি এবং ‘পিআইএনওয়াই ইনস্টিটিউট অফ নিউইয়র্ক’ কার্টুন সিরিজটি শুরু হচ্ছে ৩১ জানুয়ারি থেকে। শিশুরা এ সিরিজগুলো দেখে শেখার পাশাপাশি বেশ আনন্দও পাবেন বলে জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

Post a Comment

নবীনতর পূর্বতন