পাকিস্তান থেকে হুমকির পর নদীতে ডুব ভারতীয় তারকার!

পাকিস্তান থেকে হুমকির পর নদীতে ডুব ভারতীয় তারকার!


দিন কয়েক আগেই প্রাণনাশের হুমকি পেয়েছেন ভারতের নৃত্য পরিচালক রেমো ডি সুজা। শোনা যায়, পাকিস্তান থেকে ইমেইলের মাধ্যমে হুমকি আসে তার কাছে। যদিও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি এই পরিচালক।

এই হুমকির আবহের মাঝেই মহাকুম্ভে যোগ দিতে যান রেমো। সম্পূর্ণ কালো বস্ত্রে সেখানে ধ্যান করেন তিনি। মহাকুম্ভে যাওয়ার আগে নিজের মুখ কালো চাদরে ঢেকে রেখেছিলেন তিনি।


সেই মুহূর্তের কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করে নেন রেমো। সেখানে তাকে নদীতে ডুব দিতেও দেখা যায়, হাত জোড় করে সূর্যপ্রণাম করেন তিনি।

পাকিস্তান থেকে হুমকি আসায় অনুরাগীরাও তার জন্য চিন্তিত হয়ে পড়েন। তাই অনুরাগীরা মনে করছেন, হুমকি পাওয়ার পর পরই রেমোর মহাকুম্ভে ভ্রমণ বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে।

সম্প্রতি সাইফ আলি খানের ওপর হামলার ঘটনার পর থেকে বলিউডে বার বার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার মধ্যেই এই হুমকিবার্তা যেন আরও আতঙ্ক ছড়িয়েছে। রেমো ডিসুজার কাছে আসা হুমকিবার্তায় বলা হয়েছিল,‘নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। তাই কেউ এই বিষয়টিকে হালকা ভাবে নেবেন না। আমরা আপনাদের রোজকার জীবনযাপনের ওপর নজর রাখছি।’


শুধু রেমো নয়, এই হুমকি এসেছিল কপিল শর্মা ও রাজপাল যাদবের কাছেও। যদিও কেউই এখনও এই হুমকির কোনও প্রতিক্রিয়া দেননি।

Post a Comment

أحدث أقدم