৪ দিনে রামচরণ-কিয়ারার ছবির আয় ১৮২ কোটি টাকা

৪ দিনে রামচরণ-কিয়ারার ছবির আয় ১৮২ কোটি টাকা

কেজিএফ তারকা রামচরণ। তার ছবি মুক্তি মানেই ভক্তদের মাঝে হুলস্থুল পড়ে যাবে এটাই স্বাভাবিক। তবে কতটা জমাতে পারলা তা বক্স অফিসের দিকে চোখ রাখলেই অনুমেয়। রামচরণ অভিণীত বড় বাজেটের নতুন সিনেমা ‘গেম চেঞ্জার’ ১০ জানুয়ারি বিশ্বের ৬ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। নতুন বছরেতারকার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা এটি।

এতে রামচরণের বিপরীতে আছেন কিয়ারা আদভানি। পলিটিক্যাল-ড্রামা ঘরানার সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলে এটি। যদিও আয়ের অঙ্ক ওঠানামা করছে। চার দিনে কত টাকা আয় করছে রাম-কিয়ারার আলোচিত এই সিনেমা?

স্যাকনিল্ক এক প্রতিবেদনে জানিয়েছে, চার দিনে ‘গেম চেঞ্জার’ শুধু ভারতে আয় করেছে ১০৫.৭ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ২৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির আয় ১৩০.৭ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৮২ কোটি ৪৮ লাখ টাকার বেশি)।  

বলিমুভিরিভিউজ ডটকমের তথ্য অনুসারে, ‘গেম চেঞ্জার’ চার দিনে বিশ্বব্যাপী আয় করেছে ১৬২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২২৬ কোটি টাকার বেশি)।  



Post a Comment

নবীনতর পূর্বতন