-রেডিও শহর ডেস্ক
ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিশত। তাঁদের আর এখন তারকা দম্পতি বলার উপায় নেই। বিচ্ছেদের পর তাঁরা এখন সাবেক হয়ে গেছেন।সম্প্রতি পশ্চিমবঙ্গেরণমাধ্যম এই সময় প্রাইমকে দেওয়া সাক্ষাৎকারে বিচ্ছেদ নিয়ে খোলামেলা কথা বলেছেন বরখা।প্রায় ১৪ বছর পর কলকাতার বাংলা সিনেমা অভিনয় করছেন বরখা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বরাবরই বাংলা ছবিতে কাজ করতে চেয়েছি। “আমি সুভাষ বলছি” ও “দুই পৃথিবী”র পর আমার কাছে কোনো অফার আসেনি।বরখা বলেন, ‘সেটাও ইন্দ্রনীলই সবচেয়ে ভালো বলতে পারবে। অনেক কিছু কানে এসেছে। সত্যি-মিথ্যার হিসাব করতে চাইনি। সম্পর্কটা আর থাকছে না, সেটাই গুরুত্বপূর্ণ। কেন ভাঙছে, সেটা নিয়ে আমি মাথা ঘামাতে চাই না।
একটি মন্তব্য পোস্ট করুন