-রেডিও শহর ডেস্ক
নিজ দলের ক্রিকেটার সাব্বির রহমানের ‘শৃঙ্খলাভঙ্গে’র ঘটনা সংবাদমাধ্যমে নিজেই ফাঁস করে দিয়েছিলেন বিপিএলের দল ঢাকা ক্যাপিটালের কোচ খালেদ মাহমুদ। সাব্বির নাকি টিম ম্যানেজমেন্টকে না জানিয়েই অনুশীলনে অনুপস্থিত থেকেছিলেন। শৃঙ্খলাভঙ্গের শাস্তি হিসেবে তাঁকে ম্যাচ না খেলানোর কথাও জানিয়েছিলেন মাহমুদ।
ছয় নম্বরে নেমে ব্যাট হাতে মাত্র ৩৩ বলে করেছেন অপরাজিত ৮২ রান। বিধ্বংসী ইনিংসে সাব্বির ছক্কা মেরেছেন ৯টি, সঙ্গে তিনটি চার। ভগ্নদশা ব্যাটিংয়ের পরও সাব্বিরের এই ইনিংস আর ওপেনার তানজিদ হাসানের ৪৮ বলে ৫৪ রানের সৌজন্যে ৫ উইকেটে ১৭৭ রান করে ঢাকা।
সাব্বির জানিয়েছেন, রাজশাহীতে তিনি নিয়মিতই নিজের মতো করে অনুশীলন করেন। নিজের সরঞ্জাম ব্যবহার করে, নিজের খরচে করা সেই অনুশীলন নিজেকে আবার আগের জায়গায় ফেরানোর জন্যই, ‘আমি নিয়মিতই অনুশীলন করি। চেষ্টা করছি আবার ফেরার জন্য। বিপিএলে সুযোগ পেয়েছি… আলহামদুলিল্লাহ। চেষ্টা করব ভালো খেলার জন্য।’
একটি মন্তব্য পোস্ট করুন