জোয়ান বায়েজ হয়ে অস্কারে মনোনয়ন, কে এই আলোচিত অভিনেত্রী

জোয়ান বায়েজ হয়ে অস্কারে মনোনয়ন, কে এই আলোচিত অভিনেত্রী


পর্দায় তরুণ বব ডিলানের গল্প, সেখানে জোয়ান বায়েজ থাকবেন না, তা কি হয়! গত ডিসেম্বরে মুক্তির পর সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে জেমস ম্যানগোল্ডের সেই সিনেমা ‘আ কমপ্লিট আননোন’। ছবিতে বব ডিলান হয়ে অস্কারে সেরা অভিনেতার মনোনয়ন বাগিয়েছেন টিমোথি শ্যালামে। ছবিতে জোয়ান বায়েজ হয়েছেন মনিকা বারবারো। পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে তিনি পেয়েছেন অস্কার মনোনয়ন। বলা যায়, এই এক সিনেমা দিয়েই ৩৪ বছর বয়সী মার্কিন অভিনেত্রীর ক্যারিয়ারের গতিপথ বদলে গেল।

‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ অংশগ্রহণ করতে পারেননি জোয়ান, তবে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের সমর্থনে তাঁর গান ‘দ্য স্টোরি অব বাংলাদেশ’ আজও অনুপ্রাণিত করে। গানটির গীতিকার ও সুরকার ছিলেন জোয়ান বায়েজ; গেয়েছিলেনও তিনি। জোয়ানের ‘দ্য স্টোরি অব বাংলাদেশ’ গানটি পরে ‘সং অব বাংলাদেশ’ নামে মুক্তি পায়।

তরুণ বয়স থেকেই প্রতিবাদী শিল্পী হিসেবে পরিচিতি ছিল তাঁর। যুক্তরাষ্ট্রে মার্টিন লুথার কিংয়ের নেতৃত্বে কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার আন্দোলনে জোয়ান সক্রিয় ছিলেন। দেশে–বিদেশে মানবাধিকার, বন্দিমুক্তি এবং যুদ্ধবিরোধী আন্দোলনেও তিনি ছিলেন উচ্চকণ্ঠ। ষাটের দশকের মাঝামাঝিতে বব ডিলানের সঙ্গে প্রেম হয় তাঁর। জেমস গোল্ডের সিনেমাটি তরুণ ববের জীবনের গল্প, অবধারিতভাবে সেখানে তা-ই আছেন জোয়ান।


আগে জোয়ানের গান শুনেছেন, জেমস ম্যানগোল্ড আর টিমোথি শ্যালামের বড় ভক্ত মনিকা। তাই ২০২০ সালের মার্চে যখন ই-মেলে এ সিনেমার প্রস্তাব পান, দ্বিতীয়বার ভাবেননি তরুণ অভিনেত্রী। ‘প্রস্তাব পাওয়ার পর থেকে সব সময়ই জোয়ানের গান শুনতাম, তাঁকে বোঝার চেষ্টা করতাম। এরপর গিটার বাজানো শুরু করি। তখন মনে হয়েছিল, এমন এক ব্যক্তিত্বকে যদি পর্দায় ঠিকঠাক তুলে ধরতে না পারি, হৃদয় ভেঙে যাবে। ছবিটি মুক্তির পর এত প্রশংসায় মনে হচ্ছে, পরিশ্রম বৃথা যায়নি,’ ‘হিরো’ সাময়িকীকে বলেন মনিকা। তিনি জানান, সিনেমার প্রস্তুতির অংশ হিসেবে তিনি জোয়ানের সাক্ষাৎকার, তাঁকে নিয়ে লেখা বই পড়েছেন। জোয়ানের সঙ্গে কখনো দেখা হয়নি মনিকার। ছবিটি মুক্তি পেয়েছে, পর্দায় তাঁর অভিনীত চরিত্রটি প্রশংসিত হচ্ছে।


মনিকা এখন চান জোয়ানের সঙ্গে দেখা করতে। তবে অভিনয়ের চেয়ে মনিকা বেশি চিন্তিত ছিলেন গান নিয়ে।


Post a Comment

Previous Post Next Post