বিয়ে করেছেন পড়শী, পাত্র কে?

বিয়ে করেছেন পড়শী, পাত্র কে?


প্রায় এক বছর পর বিয়ের খবর প্রকাশ্যে আনলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। পাত্র হামিম নীলয়। যুক্ত আছেন গানের সঙ্গে। থাকেন যুক্তরাষ্ট্রে। গেল বছর ৪ মার্চ দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পড়শীর ভাই স্বাক্ষর এহসান।

তিনি বলেন, ‘তাদের বিয়েটা আগেই হয়েছে। বলা যায়, এক বছর হলো। পারিবারিক আলোচনার কিছু বিষয় আছে, তাই আমরা এখনই বিস্তারিত বলছি না।’

স্বাক্ষর আরও বলেন, ‘ক্ষুদে গানরাজ থেকেই তারা ভালো বন্ধু। বছর ২-৩ হলো তারা সম্পর্কে জড়িয়েছে। গত বছর পারিবারিক ও ঘরোয়াভাবে তাদের কাবিন হয়েছে। আগামী ফেব্রুয়ারি বা মার্চে বিবাহত্তোর সংবর্ধনা হবে।’

‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান পড়শী। সেই গানের স্টেজেই নীলয়ের সঙ্গে পরিচয়। নীলয়ও ছিলেন প্রতিযোগী। বলা যায়, ১৬ বছর আগের পরিচিত-পরিণয়কে পরিণতি দিলেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, নীলয়-পড়শী একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার আসরে প্রতিযোগী ছিলেন নীলয়ও। ২০১০ সাল থেকে নীলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। গত বছর পরিবারসহ নীলয় দেশে আসলে তখনই তাদের বিয়ে সম্পন্ন হয়।


Post a Comment

أحدث أقدم