শাহরুখের সঙ্গে প্রথম সঞ্চালনায় কার্তিক

শাহরুখের সঙ্গে প্রথম সঞ্চালনায় কার্তিক


‘পেয়ার কা পাঞ্চনামা’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় কার্তিক আরিয়ানের। গত এক দশকে বলিউডে নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তার সিনেমাগুলো নিয়ে দর্শকদের তুমুল আগ্রহ থাকে। 

নারীভক্তদের কাছে আরও বেশি জনপ্রিয় আরিয়ান। এবার বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে সঞ্চালনায় নাম লেখালেন কার্তিক। তবে সঞ্চালনায় শ্রেষ্ঠ নয়, দ্বিতীয় হতে চান তিনি।  সম্প্রতি নিজেই এ কথা জানিয়েছেন এ অভিনেতা।
চলতি বছরের আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চালনা করবেন শাহরুখ খান এবং কার্তিক আরিয়ান। সেই অনুষ্ঠানেরই প্রি-ইভেন্টে এসে বিষয়টি নিশ্চিত করেছেন কার্তিক। মার্চ মাসে ভারতের রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হবে আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠান । 

কার্তিক বলেন, ‘প্রথমত, আইফার অনুষ্ঠানে সঙ্গে জড়িয়ে থাকতে পেরে আমি অনেকে খুশি। এবারে মঞ্চ থেকে সঞ্চালনা করব। ক্যারিয়ারে এই প্রথমবার, তাও আবার জয়পুরের মতো ঐতিহ্যমণ্ডিত শহরে।’
তার কথায়, ‘আশা করি আমি যেন ‘সেকেন্ড বেস্ট’ সঞ্চালক হই। এইটা বললাম কারণ শাহরুখ খানকে এই ব্যাপারে কেউ হারাতে পারবে না।’

শেষে অভিনেতার ভাষ্য, ‘মঞ্চে যখনই পারফর্মার হিসেবে কিংবা সঞ্চালক হিসাবে তিনি উঠেছেন, ততবারই প্রেক্ষাগৃহ পরিণত হয়েছে স্টেডিয়ামে। এবার এই বিষয়টির সঙ্গে আমি যুক্ত হচ্ছি, তাই ভীষণ খুশি।’

Post a Comment

Previous Post Next Post