রেস্টুরেন্টে হেনস্তার শিকার রাকেশ রোশন

রেস্টুরেন্টে হেনস্তার শিকার রাকেশ রোশন


বর্ষীয়ান অভিনেতা ও পরিচালক রাকেশ রোশন হেনস্তার শিকার হয়েছেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, একবার মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে হেনস্তার শিকার হয়েছিলেন পরিচালক রাকেশ রোশন ও অভিনেতা জিতেন্দ্র। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতকে স্মরণ করে রাকেশ রোশন বলেন, ‘একবার জিতেন্দ্র এবং আমি একটি রেস্টুরেন্টে বসেছিলাম। একজন মাতাল লোক আমাদের সামনে এসে বসল। কোনও কারণে, সে আমাদের নাম নিয়ে গালিগালাজ করতে শুরু করল।’

অভিনেতার কথায়, ‘তার অপ্রত্যাশিত আচরণে আমি দৃশ্যত ক্ষুব্ধ হয়েছিলাম। এরপর আমি জিতেন্দ্রকে বলেছিলাম, ‘জীতু, আমার মনে হয় তার সঙ্গে কথা বলা উচিত।’ জিতু তখন বলেন, ‘না চুপ করে থাকাই ভাল।’


তারপর তিনি বলেন, ‘অকারণ ঝামেলায় না জড়িয়ে নিজের সম্মান বজায় রেখে সরে দাঁড়ানোর শিক্ষা সে দিন আমি পেয়েছি।’

একই সাক্ষাৎকারে রাকেশ তার বিখ্যাত সিরিজ ‘কৃষ’-এর পরবর্তী সংস্করণ নিয়েও মুখ খুলেছেন। তিনি স্পষ্ট করেছেন যে, ইতোমধ্যেই ‘কৃষ ৪’ এর স্ক্রিপ্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। সবকিছু ঠিক হয়ে গেলে ‘কৃষ ৪’ এর কাজ শুরু করবেন। তবে চলচ্চিত্রের বিরাট খরচের জন্যে ছবি মুক্তি পিছিয়ে যাচ্ছে।

Post a Comment

Previous Post Next Post