থ্রিলার ছবিতে সৌরভ-সৌমিতৃষা, রয়েছে চমক

থ্রিলার ছবিতে সৌরভ-সৌমিতৃষা, রয়েছে চমক

এবার বড় পর্দায় থ্রিলার ছবিতে দেখা যাবে ওপার বাংলার তারকা সৌরভ-সৌমিতৃষাকে। ছবির নাম ‘১০ই জুন’ পরিচালনায় রয়েছেন রূপক চক্রবর্তী। চলতি বছরের ২১শে ফেব্রুয়ারি বক্স অফিসে মুক্তি পাবে এ ছবি। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ছবিতে মিতালি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে। একটি তারিখ আর সেই দিনটি নিয়ে পুরো সিনেমার চিত্রনাট্য। মানুষের জীবনে কোনও কোনও দিন দাগ কেটে যায় এবং সেই দিনটি যে কতটা গুরুত্বপূর্ণ সেটা ফুটে উঠবে এই ছবিতে।

ছবির গল্পে রয়েছে, ১০ই জুন সকাল বেলা মিতালী একা ছিল বাড়িতে। বাবা মা পূজা দিতে গিয়েছিলেন কিন্তু সেই সময় হঠাৎ একটা কলিং বেল বেজে ওঠে বন্দুক হাতে বাড়িতে ঢুকে পরেন এক অচেনা যুবক।

পুলিশের হাত থেকে রক্ষা পেতে মিতালীর বাড়ি আশ্রয় চান তিনি। তবে এবারে গল্প কোনদিকে যাবে? এই সবকিছু নিয়ে ছবি ‘১০ই জুন’। ছবিটি মুক্তি পাবে ‘সান ভেঞ্চার’ এর ব্যানারে সানি খান ও অনুপ সাহা এর প্রযোজনাতে। 

তবে শুধু থ্রিলার নয় এই ছবি, প্রেমের দারুণ সুতো বুনেছেন পরিচালক এই ছবিতে। ছবিতে আরও প্রধান চরিত্রে অভিনয় করছেন কৌশিক সেন, ঋষভ চক্রবর্তী, মৌসুমি দাস প্রমুখ। ছবিতে রয়েছে বেশ কয়েকটি গান। কলকাতা শহরে ও নর্থ বেঙ্গলে ছবির শ্যুটিং হয়েছে।

Post a Comment

Previous Post Next Post