পুলে প্রেমিকের সঙ্গে জলকেলিতে মেতেছেন কৃতি!

পুলে প্রেমিকের সঙ্গে জলকেলিতে মেতেছেন কৃতি!



বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সবর থাকেন। এদিকে অভিনেত্রীর প্রেম জীবন নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কবীর বাহিয়ার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী কৃতি। যদিও তারা কেউই তাদের ব্যক্তিগত জীবনের এই অধ্যায় নিয়ে এখনও মুখ খোলেননি। তবে তাদের খ্রিষ্ট্রিয় নববর্ষ বরণের  ছবি প্রকাশ্যে আসতেই তাদেরকে নিয়ে নেটিজেনরা আলোচনা-সমালোচনা করছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়,  কবীরের দিকে হেঁলে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। কৃতির মাথা রাখা কবীরের কাঁধে। যদিও ছবিটা ভীষণই ব্লার তবুও তাদের এই রসায়ন যে নেটপাড়ার নজর কেড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।


Post a Comment

أحدث أقدم