-রেডিও শহর ডেস্ক
কুমার শানু বলিউডের শুধু নয় দেশের অন্যতম গায়ক! ৯০-এর দশকে তিনি একাই গানে মাতিয়ে রেখেছিলেন! শাহরুখ খান, সলমন খান থেকে আমির খান অনেকেই কুমার শানুর গানে পেয়েছিলেন আলাদা জনপ্রিয়তা! শানুর প্রায় সব গান সে সময় সুপারহিট হত! শুধু মাত্র গানের জন্য বক্স অফিসে হিট করত সিনেমা! অলকা ইয়াগনিক, লতা মঙ্গেশকর, কবিতা কৃষ্ণমূর্তি সহ বহু জনপ্রিয় শিল্পীর সঙ্গে ডুয়েট গেয়েছেন তিনি! তবে এই গায়কের জীবন কিন্তু সব সময় চর্চায় থেকেছে! জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে শানুর জীবনে ঝড়ের মতো আসে পরকীয়া প্রেম! সম্প্রতি কুমার শানুর কিছু কথা তুমুল ভাইরাল হয়!
শানুর স্ত্রী রীতা ভট্টাচার্য সেই সময় গর্ভবতী। সেই অবস্থাতেই তাঁকে ছেড়ে আলাদা থাকতে শুরু করেছিলেন কুমার শানু। আর এই দাবি বারবার করে এসেছেন কুমার শানুর প্রথম পক্ষের ছেলে জান। তবে এবার শানু কথা বলেছেন তাঁর দুই মেয়েকে নিয়ে! ভারতী সিং ও হর্ষের একটি টক শোতে এসেছিলেন কুমার শানু! সেখানে এসে নিজের পরিবারের কথা খুলে বলেন তিনি! এই শোতে তিনি বলেন, “আমি খরচার কথা ভাবি না! সব কিছু করে যাই! আমার কলিগরাও বলে তুমি এরকম জীবন কী করে কাটাচ্ছো? আমাকে টাকা নিয়ে কখনও ভাবতেই হয়নি!”
একটি মন্তব্য পোস্ট করুন