নবীজী(স) মেরাজে গিয়েছিলেন কখন?

নবীজী(স) মেরাজে গিয়েছিলেন কখন?

-রেডিও শহর ডেস্ক 

জীবনচরিতকারগণের মধ্যে যে মতভেদ লক্ষ্য করা যায় তা নিচে তুলে ধরা হলো:

এক. রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নবুওয়াত প্রদান করা হয়েছিল সে বছর মেরাজ সংঘটিত হয়েছিল (এটা তাবারির কথা)।

দুই. নবুওয়াতের পাঁচ বছর পর মেরাজ সংঘটিত হয়েছিল (ইমাম নববি এবং ইমাম কুরতুবি এ মত অধিক গ্রহণযোগ্য বলে স্থির করেছেন)।

তিন. দশম নবুওয়াত বর্ষের ২৭শে রজব তারিখে মেরাজ সংঘটিত হয়েছিল। (আল্লামা মানসুরপুরি এ মত গ্রহণ করেছেন)।

চার. হিজরতের ষোলো মাস পূর্বে, অর্থাৎ নবুওয়াত দ্বাদশ বর্ষের রমজান মাসে মেরাজ অনুষ্ঠিত হয়েছিল।

পাঁচ. হিজরতের এক বছর দু-মাস পূর্বে অর্থাৎ নবুওয়াত ত্রয়োদশ বর্ষের মুহররম মাসে মেরাজ অনুষ্ঠিত হয়েছিল।

ছয়. হিজরতের এক বছর পূর্বে অর্থাৎ নবুওয়াতের ত্রয়োদশ বর্ষের রবিউল আওয়াল মাসে মেরাজ অনুষ্ঠিত হয়েছিল।

এর মধ্যে প্রথম তিনটি মত এজন্য সহিহ হিসেবে গ্রহণযোগ্য হবে না যে, উম্মুল মুমিনিন খাদিজা রা.-এর মৃত্যু হয়েছিল পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে। এ ব্যাপারে সকলেই একমত যে, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে মেরাজের রাত্রিতে। কাজেই, এ থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে, খাদিজা রা.-এর মৃত্যু হয়েছিল মেরাজের পূর্বে। তা ছাড়া, এটাও সর্বজনবিদিত ব্যাপার যে, তাঁর মৃত্যু হয়েছিল দশম নবুওয়াত বর্ষের রমজান মাসে। এ প্রেক্ষিতে এটা নিশ্চিতভাবে বলা যায় যে, মেরাজের ঘটনা অনুষ্ঠিত হয়েছিল তাঁর মৃত্যুর পরে, পূর্বে নয়।

Post a Comment

أحدث أقدم