দীর্ঘদিন পর নাটকে তানজিন তিশা! | Bangla natok news

দীর্ঘদিন পর নাটকে তানজিন তিশা! | Bangla natok news

নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। যদিও নাটকে এখন তাকে খুব একটা দেখা যায় না। ওটিটিতেই কাজ করছেন বেশি। তবে দীর্ঘদিন পর ‘হোয়াট এ বৌ’ নামে নতুন একটি নাটকে দেখা গেছে তাকে। এটি নির্মাণ করেছেন সাজ্জাদ হোসাইন বাপ্পি।

স্বামী-স্ত্রীকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে নাটকটি। এতে তানজিন তিশার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন খায়রুল বাশার।

এতে অভিনয় প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘নাটকটির গল্প এগিয়েছে একজন বাউন্ডুলে যুবকের জীবন নিয়ে। যে মনে করে জীবন মানেই শুধু আড্ডা ও সময় নষ্ট করা। কিন্তু একসময় তার মধ্যে চিন্তার উদয় হয়, সে বুঝতে জীবন এটা নয়। তাকেও দায়িত্বশীল হতে হবে। এখানে বাউন্ডুলে যুবকের স্ত্রীর চরিত্রে কাজ করেছি আমি। নাটকটির গল্পে দারুণ এক বার্তা রয়েছে।খুব সুন্দরভাবেই সেটি তুলে ধরা হয়েছে।

দর্শক নাটকটি দেখলেই বুঝতে পারবেন।’ এদিকে তিশা ওটিটিতে নতুন একটি কাজে যুক্ত হয়েছেন। ‘ঘুমপরী’ নামে এ ওয়েবফিল্মে তার বিপরীতে রয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান। এটি নির্মাণ করছেন জাহিদ প্রীতম।

এছাড়াও এ অভিনেত্রী সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অপেক্ষায় আছেন দারুন এক গল্প ও চরিত্রের। ব্যাটে বলে মিলে গেলে হয়তো চলতি বছরেই কাজ শুরু করবেন তিনি।


Post a Comment

Previous Post Next Post