ওয়েস্টার্ন পোশাক পরতে পারি না : আইশা খান | Ayshaa Khan Latest news

ওয়েস্টার্ন পোশাক পরতে পারি না : আইশা খান | Ayshaa Khan Latest news


সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পোশাক-আশাক নিয়ে কথা বলতে শোনা যায় আইশাকে। সেখানে অভিনেত্রী নিজেকে সেই পুরোনো দিনের মানুষের সঙ্গেই তুলনা করেন। আইশার কথায়,‘আমি খুবই ব্যাকডেটেড একটা মানুষ, একটুও ফ্যাশনেবল কিংবা ফ্যাশন সচেতনও না। আমার কাছে মনে হয়, আমি যা পরে কমফোর্টেবল, যা আমি ক্যারি করতে পারব আমি সে ধরনের পোশাক, মেকআপ পরিধান করতে পছন্দ করি।’

আইশা খান বলেন, ‘এখন অনেকে ট্রেন্ড ফলো করে। আমি কখনোই ট্রেন্ডি ছিলাম না, কখনো স্রোতে গা ভাসাইনি। আমার শুধু মনে হতো, আমার এ জামাটাতে ভালো লাগছে, আমি এটাই পরব।’

ছোট থেকেই পোশাক সচেতন আইশা খান। পরিবার থেকেও তাকে কোনো চাপ সৃষ্টি করেছে, এমনও না। আইশা এসব জানিয়ে বলেন, ‘ছোটো থেকেই আমি নিজে থেকেই সচেতন ছিলাম। কখনো পরিবার থেকে বলেনি বা চাপ দেয়নি। আমি একটু রাখ-ঢাক পোশাক পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আবার এমন কোনো চরিত্র আছে, যেখানে কস্টিউমটা একটু ভিন্ন চাচ্ছে, বা অনেক বেশি ওয়েস্টার্ন কস্টিউম চাচ্ছে, এ ধরনের যদি কোনো প্রেশার থাকলে আমি এড়িয়ে যাই, সরাসরি বলে দেই "আমি সরি"।’

এই অভিনেত্রীকে আইশা খান নামে চিনলেও তার পুরো নাম তাহিয়া তাজিন খান আইশা। জাহিদ প্রীতমেরই নাটক ‘বুক পকেটের গল্প’ নাটকের ‘মালিহা’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। কাজ করেছেন ‘কাইজার’, ‘মারকিউলিস’–এর মতো ওয়েব সিরিজে। গত বছর ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’ চলচ্চিত্র ‘ভয়াল’-এ কাজ করে দর্শকের আরও কাছে পৌঁছান তিনি।



Post a Comment

أحدث أقدم