বিচ্ছেদ জল্পনার মাঝে ঐশ্বরিয়াকে নিয়ে বড় মন্তব্য অভিষেকের | Abhishek's big comment about Aishwarya

বিচ্ছেদ জল্পনার মাঝে ঐশ্বরিয়াকে নিয়ে বড় মন্তব্য অভিষেকের | Abhishek's big comment about Aishwarya


বি টাউনের চর্চিত দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নিয়ে গত বছর সরগরম ছিল বলিউড। এখনও এই তারকা দম্পতিকে নিয়ে অপার কৌতূহল অনুরাগীদের। সত্যিই কি আলাদা থাকছেন তারা, ভাঙতে চলেছে তাদের সংসার- এমন নানা প্রশ্নে ঘুরপাক খাচ্ছেন অনুরাগীরা।


তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে নতুন বছরের শুরুতেই মেয়ে-বউয়ের হাত ধরে ছুটি কাটিয়ে ফিরেছেন অভিষেক। এতে খানিকটা স্পষ্ট, একসঙ্গেই আছেন অভিষেক-ঐশ্বরিয়া।


২৫ বছর ধরে বিনোদন জগতে কাজ করছেন অভিষেক বচ্চন। সুপারস্টারের ছেলে হওয়াতে বাবা অমিতাভ বচ্চন, কখনও ঐশ্বরিয়ার সঙ্গেও তুলনার মুখে পড়তে হয়েছে এই অভিনেতাকে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পরিবারের সঙ্গে তুলনা প্রসঙ্গে নানান কথা বলেন অভিষেক। বাবা অমিতাভ তো বটেই, স্ত্রী ঐশ্বরিয়াকে নিয়েও বড় মন্তব্য করতে কার্পণ্য করেননি অভিষেক।


পরিবারের সাফল্য, কৃতিত্ব এবং গৌরবের বোঝা ক্যারিয়ারে শুরু থেকেই নাকি বয়ে বেড়াচ্ছেন অভিষেক। অভিষেক বলেন, ‘এটা কখনোই সহজ নয়। কিন্তু ২৫ বছর ধরে একই প্রশ্ন শুনেছি। আপনি যদি আমাকে আমার বাবার সাথে তুলনা করেন, আপনি আমাকে সবচেয়ে সেরা অভিনেতার সঙ্গে তুলনা করছেন। আপনি যদি আমাকে সেরাদের সাথে তুলনা করেন, তাহলে আমি বিশ্বাস করি যে সম্ভবত আমি এই মহান নামগুলির মধ্যে বিবেচিত হওয়ার যোগ্য।


অভিষেক বলেন, ‘আমার বাবা-মা-ই আমার বাবা-মা, আমার পরিবারই আমার পরিবার, আমার স্ত্রী-ই আমারই স্ত্রী এবং আমি তাদের কৃতিত্বের জন্য এবং তারা অর্জন করেছেন তা নিয়ে অত্যন্ত গর্বিত।’


উল্লেখ্য, অভিষেক বচ্চনকে আগামীতে সিদ্ধার্থ আনন্দের কিং-এ শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। ছবিতে আরও অভিনয় করেছেন সুহানা খান ও অভিষেক ভার্মা। এছাড়াও, রেমো ডি'সুজার বি হ্যাপি-তে দেখা মিলবে অভিষেকের।

Post a Comment

Previous Post Next Post