বাংলাদেশিদের পরিষেবা দেবে না ত্রিপুরার হোটেলগুলো | Radioshohor News

বাংলাদেশিদের পরিষেবা দেবে না ত্রিপুরার হোটেলগুলো | Radioshohor News





বাংলাদেশিদের জন্য ‘সাময়িকভাবে’ পরিষেবা বন্ধ করার কথা জানিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের হোটেলগুলো।


অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন নামক একটি সংগঠন প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এক জরুরি সভায় তারা সিদ্ধান্ত নিয়েছে যে দোসরা ডিসেম্বর থেকে ত্রিপুরায় আগত বাংলাদেশি নাগরিকদের কোনও ধরনের হোটেল পরিষেবা দেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে তারা আরও বলেছে, “আমরা ধর্ম নিরপেক্ষ দেশ। সব ধর্মের প্রতি আমাদের সম্মান আছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা বা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের প্রতি এক শ্রেণির উগ্র জনগণ তীব্র অত্যাচার করছে।”

তারা দাবি করেছে, যে এগুলো “আগেও হতো। কিন্তু এখনকার মতো না।”

“বর্তমান পরিস্থিতি ভীষণ উদ্বেগের। আমাদের রাজ্যে বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে আগত নাগরিকদের আমরা অতিথির সম্মান দিয়ে থাকি। সেখানে বাংলাদেশের এক শ্রেণির নাগরিকদের সে দেশের সংখ্যালঘুদের প্রতি এমন আচরণ নিন্দনীয়,” বলা হয় বিজ্ঞপ্তিতে।






-রেডিও শহর ডেস্ক 

Post a Comment

Previous Post Next Post