দেশের প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পাচ্ছে দুটি ছবি; সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ এবং সাইফ চন্দন পরিচালিত ‘দুনিয়া’। শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবি দুটি।
‘নয়া মানুষ’ প্রসঙ্গে, নদীর চরের বাসিন্দাদের জীবনের সুখ-দুঃখের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ছবি। হাসানুজ্জামানের ‘বেদনার বালুচর’ গল্প অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন সোহেল রানা বয়াতি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাসুম রেজা।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ প্রমুখ।
এদিকে আট বছর আগে সাইফ চন্দন নির্মাণ করেছিলেন ‘টার্গেট’। ২০১৬ সালে শ্যুটিং শেষ হওয়া সিনেমাটি অবশেষে আলোর মুখ দেখছে। তবে বদলে গেছে নাম। মুক্তি পাচ্ছে ‘দুনিয়া’ নামে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নিরব হোসেন, আইরিন সুলতানা, মিশা সওদাগর প্রমুখ।
-রেডিও শহর ডেস্ক
একটি মন্তব্য পোস্ট করুন