টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী রাজ বিয়ে করেছেন চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি। বিয়ের ৯ মাস পূর্ণ হওয়ার আগেই তাদের সংসার আলো করে এসেছে কন্যা সন্তান।
যা নিয়ে কম আলোচনা হচ্ছে না। এরই মধ্যে এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৪ সালের যাত্রাটা তুলে ধরলেন এই তারকা দম্পতি। যেখানে জানালেন জীবনের সুখকর কিছু মুহূর্তের গল্প।
এখন ফিরে দেখলে মনে হয়, এই সালটার অন্যতম স্মরণীয় মুহূর্ত আমাদের বিয়ে। কাঞ্চন বলছেন, ‘এই বছরে অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে। একটা মনে পড়ে ১৩ ফেব্রুয়ারি রাতের কথা। ১৪ ফেব্রুয়ারি আমরা রেজিস্ট্রি করে বিয়ে করি।’
১৩ ফেব্রুয়ারি রাতে শ্রীময়ী আমাকে একটি প্রশ্ন করেছিল। বলছিল, ‘কাল কিন্তু ১৪ ফেব্রুয়ারি। আমাদের রেজিস্ট্রি। একবার ভেবে দেখো কিন্তু। তোমাকে একবার ভাবার সুযোগ দিলাম’।
কাঞ্চনের কথার সুর ধরে শ্রীময়ী কৌতুহল নিরসন করলেন নিজেই। বললেন, ‘এতবার আমাকে শুনতে হয়েছিল, বিবাহিত পুরুষকে বিয়ে করছো, তুমি লোকের ঘর ভেঙেছো...আমার মনে হয় বিবাহিত পুরুষকে দোষারোপ করা খুব সহজ। মানুষ তো ভীষণ বিচার করতে বসে যায়। আমি তো নতুনভাবে শুরু করছি। কিন্তু আমার এখনও খারাপ লাগে। কাঞ্চনকে শুনতে হয়, আপনি তো তিনবার, চারবার বিয়ে করেছেন। যারা আসলে বিয়ে করেছেন, তারাই একমাত্র জানেন কী পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন।’
শ্রীময়ীর কথা শেষ হতে না হতেই আলতো হাতে তার পিঠ চাপড়ে দিলেন কাঞ্চন। কেবল এই একটাই যে স্মরণীয় মুহূর্ত তা নয়, কাঞ্চন বলতে শুরু করেন, ‘প্রথম যে দিন কৃষভি আসার খবর জানতে পারি..’, শ্রীময়ী যোগ করেন, ‘বিয়ের ঠিক ২১ দিনের মাথায় জানতে পারি, আমি অন্তঃসত্ত্বা।’ কাঞ্চন মুখে হাসি নিয়ে বললেন, ‘হ্যাঁ। আর মনে থাকবে ২ নভেম্বরটা। কৃষভির জন্মের দিন। যেদিন ওটিতে আমি ওর হাত ধরে ছিলাম।’
নানা বিতর্ক-আলোচনাকে পাশ কাটিয়েই বিয়ে করেছেন কাঞ্চন-শ্রীময়ী। অভিনেত্রীর এটি প্রথম সংসার হলেও এর আগে দুইবার বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক। এটি ছিল তার তৃতীয় বিয়ে।
إرسال تعليق