-রেডিও শহর ডেস্ক
তাদেরকে বাংলা সিনেমার জেনারেশন নক্ষত্র বলা যায় কোন প্রকার সন্দেহ ছাড়াই কারন! আজকের বাংলা সিনেমার ডিজিটাল রুপকার ছিলেন এই দম্পতি এবং মিঃ অনন্ত জলিল যদি বাংলা সিনেমা অংঙনে ডিজিটাল প্রযুক্তি ব্যাবস্থা নিয়ে না আসতেন! তাহলে হয়তো? এ দেশে সিনে ডিজিটাল প্রযুক্তি ব্যাবস্থা আরও দু যুগ পরে আসতো....
আসলে এ জাতি গুনীর কদর করতে জানেননা যদি জানতো তাহলে? দিন দ্যা ডে নিয়ে তারা গর্ব করতো, দিন দ্যা ডে-কে প্রশংসা করতো গর্ব বা প্রশংসা করার যথেস্ট কারন আছে বৈকি দিন দ্যা ডেতে যে সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর খেলা দেখানো হয়েছে সে খেলা ঢালিউডের সিনেমা পাড়া তো দূরে থাক খোদ কোলকাতার টল্লিউড পাড়াও দেখাতে পারেনি আজ পর্যন্ত আর তাই কোন প্রকার প্রশ্ন ছাড়াই বলা যেত পারে! ১০০ কোটি টাকার দিন দ্যা ডে সত্যিই একশো কোটি টাকা বাজেটের সফল একটি প্রজেক্ট সফল একটি ব্যায়বহুল বাজেটের সিনেমা।
গতকাল রেডিও শহরের বিনোদন ডেস্ক এর gwa দিন দ্যা ডের রিভিউ নিতে গিয়েছিলেেন সনি সিনেমা হলে এবং হলে গিয়ে দেখতে পেলেন সম্পুর্ন হলের কোনা কানায় উপচে পড়া সিনেমা প্রেমিদের ব্যাপক ভীড় এবং সে সকল ভীড়ের মূল কারনেই ছিলো দিন দ্যা ডেকে ঘিরে,
এ সময় বেশ কিছু সিনেমা প্রেমীর সাথে কথা হয় রেডিও শহর ডেস্ক প্রতিনিধি gwa এর সাথে, এর মধ্যে একজন বলেন? এইতো টিকিট হাতে অপেক্ষা করছি দিন দ্যা ডে দেখার জন্য এবং আশা করি দেখার পর অনেক এনজয় করবো
আরও একজন বলেন? আমি ছবিটি একবার দেখেছি সত্যি বলতে অনেক বেশি ভালো ছিলো বিশেষ করে এ্যাকশন দৃশ্য গুলো ছিলো অনেক বেশি হেবি ও দেখার মত, এবং ছবিটি ভালো লাগার কারনেই আজ আবার দুজন বন্ধুকেও দেখাতে নিয়ে আসছি
এভাবে বেশ কিছু রিভিউ করতে করতে এক সময় ইভনিং শো ভেংয়ে যায় এবং শো ভাংয়ার পর দেখা যায় প্রচুর দর্শক ভেতর থেকে বের হয়ে আসছে এবং এমন দৃশ্য দেখে বোঝাই যায়, দিন দ্যা ডে হাউজ ফুল,
শো ভাংয়ার পর বেরিয়ে আসা একজন দর্শক কে দিন দ্যা ডে কেমন দেখলেন জানতে চাওয়া হলে তিনি বলেন,আমার কাছে সিনেমাটি হলিউড বলিউড এ্যাকশন সিনেমার মতই লেগেছে এবং এর vfx টেকনোলজিস ছিলো অসাধারণ সব কিছু মিলিয়ে সামান্য কিছু প্রবলেম ছাড়া পুরো মুভিটি আমি বেশ এনজয় করেছি।
প্রিয় পাঠক!
দিন দ্যা ডে মুভি সম্পর্কে আপনার কোনো মূলবান মতামত থাকলে নিচে থাকা কমেন্টস বারে লিখে জানান
রেডিও শহর বিনোদন ডেস্ক Gwa
Post a Comment