ভাগ্য খুলে গেলো মিলন কুমারের

ভাগ্য খুলে গেলো মিলন কুমারের


-রেডিও শহর ডেস্ক
 

দীর্ঘ ১৭ বছর যাবৎ তিনি ট্রেনের বগিতে বগিতে গান করে সংসার চালিয়েছেন তার পরিবারে থাকা বৃদ্ধ বাবা মা এবং স্ত্রী সন্তানের ভরন পোষনও তিনি গান গেয়েই চালান  তার মিস্টি হাসি এবং বিনয়ভর কথা বার্তাতেই বোঝা যায় তিনি? নম্র ভদ্র একজন মানুষ,

হ্যা প্রিয় পাঠক! বলছি ট্রেনে গান গেয়ে ভাইরাল হওয়া মিলন কুমারের কথা  সম্প্রতি তিনি প্রয়াত শিল্পী কেকের একটি বিখ্যাত গান ট্রেনে গেয়ে! ভাইরাল হন এবং তারপর থেকেই তিনি বিভিন্ন ইউটিউবারদের কল্যানে তার সুরেলা কন্ঠে গান গেয়ে নেটিজেনদের হৃদয় কেড়ে নিতে থাকেন, এবং সম্প্রতি তিনি কোলকাতার একটি বিগ মিউজিক স্টুডিওতে ডাকও পেয়েছেন গান করার জন্য এবং সেই গানের রেকর্ডিংও চলমান....

তবে রানু মন্ডল ভূবন বাদ্যকর এবং বাংলাদেশের হিরো আলম এর চেয়ে ভাইরাল মিলন কুমার অনেকটাই আলাদা এবং সেটা তার শব্দ চয়নেই বুঝে ফেলেছে নেটিজেনরা এবং সেই তিনজনের থেকে মিলন কুমার অনেক বেশি আলাদা হওয়াতে খুব অল্প সময়েই তিনি নেটিজেনদের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলনের গাওয়া কিছু ভিডিতে গান প্রেমিরা কমেন্টস করেছেন এবং সে সকল কমেন্টস এর মধ্যে কিছু কমেন্টস আপনাদের মাঝে তুলে ধরা হলো, 

দাদা আপনি এগিয়ে যান আপনার ভয়েজ সত্যিই স্রস্টা প্রদত্ত 

দাদা আপনি খুব ভালো মানুষ আর সেটা আপনার হাসি হাসি মুখ দেখলেই বোঝা যায়

দাদা ভাইরাল হয়েছেন নিজের যোগ্যতা দিয়ে নিজের গলার কারনে কিন্তু একটি অনুরোধ রানু মন্ডল হিরো আলম বা ভূবন বাদ্যকরের মত পাগল ছাগল কথা কোথাও বলবেননা  আপনি অরজিনাল শিল্পী আর ওরা পাগল

সত্যিই আপনার কন্ঠ যাদু আছে সহ প্রচুর কমেন্টস করেছেন নবঢ় এই ভাইরাল হওয়া শিল্পীর ভিডিও পোস্টে 

প্রিয় পাঠক

মিলন কুমার সম্পর্কে যদি আপনারও কোনো মতামত থেকে থাকে! তাহলে নিচে থাকা কমেন্টস বারে যায়ে এখন আপনার নিজ মতামত প্রকাশ করুন। 


ডেস্ক রিপোর্ট Gwa

Post a Comment

নবীনতর পূর্বতন