-রেডিও শহর ডেস্ক
আমরা আমাদের চোখ দিয়ে যতটুকু দেখি বা দেখতে পাই! আমাদের চোখ কি সব সময় সঠিক বস্তু বা পদার্থকে নির্নয় করতে সক্ষম হয়? তাহলে illusion বা বিভ্রম শব্দের মানে কি? আসলে? illusion বা বিভ্রম হলো আমাদের দেখা আর না দেখার মাঝে তৈরী হওয়া পার্থক্যের এক দেয়াল যে দেয়াল কিনা আমাদের মস্তিষ্কে হতে চোখে এসে প্রভাব ফেলে, এবং এর প্রভাবেই আমরা অনেক সময় অনেক কিছুই দেখার নাগালে থাকা সত্যেও দেখতে পাইনা।
যদি আপনি illusion বা বিভ্রম কে বিস্বাস না করে থাকেন তাহলে বলুনতো এ ছবিটির মাঝে কয়টি বাঘের মুখ আপনি দেখতে পাচ্ছেন?
লিখে জানান নিচে থাকা কমেন্টস বক্সে
ডেস্ক রিপোর্ট
সামান্য তথ্য কালেক্ট বায় গুগল
إرسال تعليق