-রেডিও শহর ডেস্ক
জি বাংলা সিরিয়াল মানেই নিজেকে সাজিয়ে গুছিয়ে অভিনয় করা অর্থাৎ সামাজিকতা বজায় রেখে ভক্তদের সামনে পর্দায় আসা, তবে! পর্দায় স্বাধীনতা থাক আর নাইবা থাক এসব সিরিয়ালে কাজ করা অভিনেত্রীরা তাদের ব্যাক্তি জীবনে ঠিকই জোস মেজাজে স্বাধীনতা উপভোগ করে থাকেন,
জ্বি বাংলার রানী রাশমনিতে অভিনয় করা রোশ এবার! দেখিয়ে দিলেন তার বিকিনি পরিহিত আবেদনময়ী রুপ, যে রুপ দেখে তার ভক্তদের মাথা নস্ট অবস্থা সম্প্রতি এই অভিনেত্রী তার পার্টনার এর সাথে সিঙ্গাপুর বেড়াতে গিয়েছিলেন এবং সেই বেড়ানো অবস্থায় চলে আসে বিশ্ব বিকিনি ডে এবং তিনি বিকিনি ডে-তে রোশনি তার পছন্দর বিকিনি পড়ে নেমে পড়েন সুইমিং পুলে।
ডেস্ক রিপোর্ট
إرسال تعليق